এখন পড়ছেন
হোম > জাতীয় > কোন যুক্তিতে ফেডারেল ফ্রন্ট হলে বিজেপি হারবে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী

কোন যুক্তিতে ফেডারেল ফ্রন্ট হলে বিজেপি হারবে বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী


২১-এর মঞ্চ থেকেই ১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি উৎখাতের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভার ৪২ টি আসনেই একক সংখ্যাগরিষ্ঠতার দাবী করলেন তিনি। তৃণমূলের বার্ষিক স্মরণসভার ২৫ বছর পূর্তি কে কেন্দ্রে রেখেই লোকসভা ভোটের জন্য অঘোষিত প্রচারটি সেরে ফেললেন এদিন। ধর্মতলা চত্বরে কাতারে কাতারে ভীড় জমিয়েছিলো আমজনতা প্রিয় নেত্রীকে এক ঝলক দেখবার জন্য। বক্তব্যে তুলে ধরলেন একের পর এক বিজেপি শাসিত রাজ্যের আগামী রাজনৈতিক হিসাব নিকাশটি। এর পাশাপাশিই বুঝিয়ে দিলেন অবিজেপি ফ্রেডারেল ফ্রন্টের যাবতীয় সমীকরণ। কেন মোদীসরকার হারতে চলেছে লোকসভা ভোটে তার স্বপক্ষে যুক্তিও দিতে দেখা গেল ভুরিভুরি এদিন নেত্রীকে। তার হুংকারে গমগম করছিল জনসভা। কিন্তু বাঁধ সাধলো গলা ধরে যাওয়া। ভাষণে নেত্রী এটা নিয়ে অস্বস্তিতেও পড়লেন দফায় দফায়। এ নিয়ে এতোক্ষণে বিরোধীমহলে তীব্র চর্চাও শুরু হয়ে গেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিনের ভাষণে নেত্রী এটাও আগাম জানিয়ে দিলেন রাজস্থান,গুজরাত,মধ্যপ্রদেশ,তামিলনাড়ু সহ দেশের অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটে এবার মুখ থুবড়ে পড়তে চলেছে বিজেপি। ত্রিপুরা ও কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগেই ‘ব্যক্তিগত এক্সিট পোল’ পেয়ে গেছেন নেত্রী। কর্নাটকও তো বিজেপির আওতা থেকে বেরিয়ে গেছে। ক্ষমতায় এসেছে কংগ্রেস-জেডিএম জোট। এবার কেন্দ্র থেকেও সমূলে উৎখাত হবে পদ্ম। গোটা দেশের পাশাপাশি বঙ্গের মাটি থেকেই তৃণমূলের অবিজেপি ঝড় উঠবে,তার জেরেই পতন ঘটবে মোদী সরকারের। আসলে এদিনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংগঠনিক শক্তির পরিচয়ও দিলেন বিজেপি সরকারকে। ইঙ্গিত দিয়ে দিলেন লোকসভার ৪২ টি আসনেই জোড়াফুলের ছাপ পড়ে বহুদলীয় ফেডারেল ফ্রন্টের তরফ জাতীয় স্তরের মুখ হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন যেভাবে তিনি জাতীয় রাজনীতির দিকে তোপ দেখে আক্রমণ শানালেন, তাতে বোঝাই গেলো তৃণমূলের দাপট। লোকসভা ভোটে বিজেপিকে কেন্দ্রের রাশ ধরে রাখতে গেলে বেশ বেগ পেতে হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!