এখন পড়ছেন
হোম > অন্যান্য > শুক্রবারে কোন দেব-দেবীর পূজা করলে সব বিপদ-দুর্গতি থেকে সহজেই মুক্তি পাবেন? আজই জেনে রাখুন!

শুক্রবারে কোন দেব-দেবীর পূজা করলে সব বিপদ-দুর্গতি থেকে সহজেই মুক্তি পাবেন? আজই জেনে রাখুন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সপ্তাহে সাতটি দিনেই কোনো না কোনো দেব-দেবী অধিষ্ঠান করেন। তাই কেউ যদি সেই নির্দিষ্ট দিনে সেই অধষ্ঠিত দেবী-দেবতার পূজা করেন তবে তা ভাগ্যের চাকা ঘোরানোর জন্য অত্যন্ত ভালো। সোমবার যেমন শিবের বার, তেমনই শুক্রবার দিনটি দেবী শক্তির দিন। এই দিন যদি কেউ দেবী দূর্গার আরাধনা করেন তো আপনার প্রতি দেবীর কৃপা বর্ষিত হবেই। তবে দেবী দূর্গার পূজা করতে গেলে কিছু নিয়ম অবশ্যই জেনে রাখুন।

★ বাস্তু শাস্ত্র অনুসারে মায়ের বিগ্রহ দক্ষিণ-পূর্ব দিকে স্থাপন করবেন। এতে ভুল হলে আপনার পূজা বিফলে যাবে।

★ মাটির প্রদীপ বাড়ির দক্ষিণ পূর্ব দিকে জ্বালাতে হবে, এবং লক্ষ্য রাখতে হবে সেই প্রদীপ যেন আগামী ৯ দিন পর্যন্ত জ্বলতে থাকে। এর ফলে মা জাগ্রত থাকেন।ফলে আপনি সব ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন ও মানুষিক অবসাদ থেকেও পরিত্রাণ মিলবে।

★দেবীর আরাধনার সময় যখন পূজায় বসবেন তখন এমন ভাবে বসবেন যাতে আপনার চোখ পূর্ব দিকে নয়তো উত্তর দিকে থাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ পূজার আগে অবশ্যই সেই ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার করে নেবেন। গঙ্গা জলে ভেজানো পরিষ্কার কাপড় দিয়ে মায়ের মূর্তি বা ছবিটি ভাল করে মুছে পরিষ্কার করে নিন। মা হলেন শক্তির উৎস। তাই এই কাজ করলে আপনার মায়ের আশীর্বাদ লাভ করবেন।

★ দেবীর আসন পাতার সময় খেয়াল রাখবেন আপনার বাথরুম বা রান্নাঘরের সামনে যেন দেবীর আসন না থাকে। এমনকি বাথরুম বা রান্নাঘরের দেয়ালের সংস্পর্শেও যেন সেই আসন না থাকে।

★ বাস্তুতন্ত্র অনুযায়ী দেবী দূর্গার পূজায় ব্যাবহৃত যাবতীয় পূজার সামগ্রী রাখতে হবে দক্ষিণ পূর্ব দিকে বা দক্ষিণ দিকে।

দেবী দূর্গা দুর্গতিনাশিনী। প্রতি শুক্রবার মায়ের পূজা ও জপ করুন, আপনার জীবনে শুভ পরিবর্তন আসবেই। তাছাড়াও, পজিটিভ এনার্জিতে আপনার গৃহ ভরে উঠবে। তবে পূজা করার সময় এই নিয়মগুলো কিন্তু পালন করতে ভুলবেন না।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!