এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > একনজরে মালদা দক্ষিণে লড়তে চলা সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক

একনজরে মালদা দক্ষিণে লড়তে চলা সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – পুরোদমে বেজে গেছে দেশের পরবর্তী কেন্দ্র সরকার গঠনের লক্ষ্যে সপ্তদশ লোকসভা নির্বাচনের দামামা। দেশের অন্যান্য অংশের সাথে বাংলার ৪২ আসনের নির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১১ ই এপ্রিল থেকে ১৯ শে মে পর্যন্ত মোট ৭ দফায়। সেই নির্বাচনে ভোটদানের আগে একনজরে জেনে নিন নিজের সংশ্লিষ্ট কেন্দ্রে কারা করা প্রতিদ্বন্দ্বিতা করছেন ও তাঁদের নির্বাচনী প্রতীক কি কি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ নজরে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র – একনজরে, মনোনয়নপত্র স্ক্রুটিনি ও প্রত্যাহারের পর এই কেন্দ্রের সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক –
স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলের প্রার্থী –
১. আবু হাসেম খান চৌধুরী – কংগ্রেস (প্রতীক – হাত)
২. ফুলচাঁদ মন্ডল – বহুজন সমাজ পার্টি (প্রতীক – হাতি)
৩. মোঃ মোয়াজ্জেম হোসেন – তৃণমূল কংগ্রেস (প্রতীক – ফুল ও ঘাস)
৪. শ্রীরূপা মিত্র চৌধুরী – বিজেপি (প্রতীক – পদ্ম)

স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দল ছাড়া অন্যান্য রেজিস্টার্ড রাজনৈতিক দলের প্রার্থী –
৫. অংশুধর মন্ডল – এসইউসিআই (প্রতীক – টর্চ)
৬. নাসমুল হক – পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিসম (প্রতীক – ফুটবল)
৭. পাপ্পু আহমেদ – আহিরা ন্যাশনাল পার্টি (প্রতীক – বেলন চাকি)

অন্যান্য প্রার্থী –
৮. মানজুর এলাহী মুন্সী – নির্দল (প্রতীক – নারকেলের বাগান)
৯. রতন মন্ডল – নির্দল (প্রতীক – আখচাষী)
১০. হাসিম আখতার – নির্দল (প্রতীক – আনারস)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!