এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > একনজরে রায়গঞ্জে লড়তে চলা সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক

একনজরে রায়গঞ্জে লড়তে চলা সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – পুরোদমে বেজে গেছে দেশের পরবর্তী কেন্দ্র সরকার গঠনের লক্ষ্যে সপ্তদশ লোকসভা নির্বাচনের দামামা। দেশের অন্যান্য অংশের সাথে বাংলার ৪২ আসনের নির্বাচনও অনুষ্ঠিত হতে চলেছে আগামী ১১ ই এপ্রিল থেকে ১৯ শে মে পর্যন্ত মোট ৭ দফায়। সেই নির্বাচনে ভোটদানের আগে একনজরে জেনে নিন নিজের সংশ্লিষ্ট কেন্দ্রে কারা করা প্রতিদ্বন্দ্বিতা করছেন ও তাঁদের নির্বাচনী প্রতীক কি কি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ নজরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র – একনজরে, মনোনয়নপত্র স্ক্রুটিনি ও প্রত্যাহারের পর এই কেন্দ্রের সম্পূর্ণ প্রার্থী তালিকা ও তাঁদের নির্বাচনী প্রতীক –
স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলের প্রার্থী –
১. কানাইয়ালাল আগরওয়াল – তৃণমূল কংগ্রেস (প্রতীক – ফুল ও ঘাস)
২. চুরকা মুর্মু – বহুজন সমাজ পার্টি (প্রতীক – হাতি)
৩. দীপা দাশমুন্সি – কংগ্রেস (প্রতীক – হাত)
৪. দেবশ্রী চৌধুরী – বিজেপি (প্রতীক – পদ্ম)
৫. মহম্মদ সেলিম – সিপিআইএম (প্রতীক – কাস্তে, হাতুড়ি ও তারা)

স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দল ছাড়া অন্যান্য রেজিস্টার্ড রাজনৈতিক দলের প্রার্থী –
৬. আকিক হোসেন চৌধূরী – কামতাপুর পিপলস পার্টি (প্রতীক – মাঝি এবং পাল সহ নৌকা)
৭. লক্ষণ মুর্মু – আম্বেদকারিট পার্টি অফ ইন্ডিয়া (প্রতীক – কোট জামা)
৮. সানথাপান হাসদাক – ঝাড়খন্ড মুক্তি মোর্চা (প্রতীক – ধনুক ও তীর)
৯. সুজন কৃষ্ণ পাল – এসইউসিআই (প্রতীক – টর্চ)

অন্যান্য প্রার্থী –
১০. অ্যাডভোকেট অঞ্জয় দেবশর্মা – নির্দল (প্রতীক – ফুলকপি)
১১. কুমারেশ সরকার – নির্দল (প্রতীক – নারকেলের বাগান)
১২. বিনয় কুমার দাশ – নির্দল (প্রতীক – তূর্যবাদক)
১৩. মোঃ সাহাজান বাদশা – নির্দল (প্রতীক – ফল ভর্তি ঝুড়ি)
১৪. রাজু পাল – নির্দল (প্রতীক – ব্যাট)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!