এখন পড়ছেন
হোম > অন্যান্য > নষ্ট হয়ে যাওয়া দুধ মানুষের জন্য বিষ? সত্যিই কি তাই? পুরোটা জানলে বিস্ময়ে চমকে উঠবেন আপনিও!

নষ্ট হয়ে যাওয়া দুধ মানুষের জন্য বিষ? সত্যিই কি তাই? পুরোটা জানলে বিস্ময়ে চমকে উঠবেন আপনিও!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুধ এমন একটি জিনিস যাতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ভিটামিন বি। তাই সদ্যোজাত শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ সকলকেই দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে যাদের হাড়ের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে দুধ খাওয়া অত্যন্ত জরুরি বলে মনে করেন অনেকে।

তবে দুধ এমন একটা জিনিস, যা খুব সাবধানে না রাখলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে কেটে গেলে সেই দুধের মায়া ভুলতে পারেন না অনেকেই। যদিও সেটা থেকে ছানা, পনির করে নিতে চেষ্টা করেন অনেকেই, তবে দুধ যদি অতিরিক্ত পরিমাণে খারাপ হয়ে যায়, তবে তা ফেলে দেয়াই শ্রেয় বলে মনে করা হয়।

কারন সেই পচা দুধ কোনভাবে খেয়ে ফেললে মারাত্মক ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করেন ডাক্তারেরা। কিন্তু সেই দুধ প্রাণে ধরে ফেলে দিত মায়া করেন বহু মানুষ। তাই সম্প্রতি জানা গেছে কেটে যাওয়া দুধ কাজে লাগানোর নতুন উপায়। তবে তা কোনোভাবে রান্নায় রূপচর্চায় নয় বরং গাছের পরিচর্যাতেই কাজে আসতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গাছ লাগাতে পছন্দ করেন অনেকেই। বাড়ি হোক বা ফ্ল্যাট, বড় ছাদ হোক বা ছোট ব্যালকনি, গাছ রাখেন বহু মানুষ। আর সেই গাছের যত্নে সকাল-বিকেল অনেকটা করে সময় অতিবাহিত করতে দেখা যায় মানুষকে। তবে সেই গাছ যদি হঠাৎ করে বেড়ে না ওঠে? যদি ভালো করে পুষ্টি না পায়?

তবে এই কেটে যাওয়া দুধই কাজে আসতে পারে মনে করেন অনেকে। অনেক সময় কেটে যাওয়া দুধের পুষ্টিগুণ শরীরে কাজে না লাগলেও গাছের কাজে লাগে। এতে যেমন গাছ স্বাস্থ্যবান হয়, তেমনই পাতা সবুজ হয়ে ওঠে। তরতরিয়ে বাড়তে থাকে আপনার সাধের বৃক্ষটি। তবে কি উপায়ে প্রয়োগ করা যাবে দুধ?

জানা গেছে একটি পাত্রে সমপরিমাণ জল এবং দুধের মিশ্রণ তৈরি করতে হবে। তারপর তা স্প্রে করা যায় এমন একটি পাত্রে ঢেলে নিতে হবে। এবার ভাল করে গাছের পাতায় ওই মিশ্রণটি ছিটিয়ে দিন। গাছের পাতা এবং গোড়ায় লেগে থাকা দুধ শুকনোর জন্য ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। তবে তারপরেও যদি দুধ পাতার গায়ে লেগে থাকে, তবে ভাল করে হালকা কাপড় দিয়ে সেটিকে মুছে নিন।

আর তাতেই আপনার প্রিয় গাছের পাতা হয়ে উঠেছে আরও সজীব। তবে দুধে থাকা ব্যাকটেরিয়া কিন্তু গাছের ক্ষতিও করতে পারে বলে মনে করা হয়। তাই যাতে অতিরিক্ত পরিমাণ দুধ গাছের গোড়ায় দেওয়া না হয়, সেদিকে খেয়াল রাখতে ভুলবেন না। কারণ অতিরিক্ত পরিমাণ দুধ আবার আপনার গাছকে নষ্ট করে দিতে পারে বলেও সাবধান করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!