এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “পাগলের হাতে রাজ্যের দায়িত্ব” কাকে এমন বললেন শুভেন্দু? জেনে নিন!

“পাগলের হাতে রাজ্যের দায়িত্ব” কাকে এমন বললেন শুভেন্দু? জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মুকুল রায়কে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে রাজ্যজুড়ে। তার নানা সময় নানা মন্তব্য সকলের কাছেই আশ্চর্যের মনে হচ্ছে। অনেকেই বলছেন, কৌশলগত কারণেই মুকুল রায় এই রকম মন্তব্য করছেন। আবার অনেকে বলছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি এইরকম কথা বলছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই মুকুল রায়কে নাম না করে “পাগল” বলে সম্বোধন করলেন বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি পাগলের হাতে রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। আর তখনই মুকুল রায়ের প্রসঙ্গ তুলে ধরেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “আমি দেখিনি শাসক দলের সদস্য পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়। আবার তাকে বলা হয় মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন মানে চলতি কথায় পাগল বলে। হিসাব পরীক্ষার দায়িত্ব যদি পাগলের হাতে দেয়, সত্যি আমি এটা কোনোদিনও দেখিনি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এই কথা বলে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করলেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন, মুকুল রায় মানসিকভাবে সুস্থ নন। কিন্তু তাকে গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান করে রাজ্যকে বিপাকে ফেলা হচ্ছে। স্বাভাবিকভাবেই বিরোধী দলনেতার এই মন্তব্যে মুকুলবাবু শুধু নয়, রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং রাজ্য সরকার যথেষ্ট চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!