ছেলেধরা সন্দেহে একের পর এক মৃত্যু ত্রিপুরায়, চাপে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জাতীয় July 6, 2018 ছেলেধরা নিয়ে এখনও উত্তেজনা ত্রিপুরায়। ছেলেধরা সন্দেহেই এখনও অবধি এই রাজ্যে গনপিটুনীতে আক্রান্ত হয়ে চার জন মানুষ প্রাণ হারিয়েছেন। বৃহস্পতবার রাতেও এই ঘটনার অন্যথা হলো না। এদিন রাতে আগরতলা স্টেশনের কাছে রেললাইনে কাজ করছিলেন রেলশ্রমিকেরা। প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali —————————————————————————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। সেইসময়ে স্থানীয় মানুষজন হঠাৎই রেললাইনে কর্মরত শ্রমিকদের ছেলেধরা সন্দেহে মারধর শুরু করে। উত্তপ্ত জনতার হাত থেকে রেল শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে আহত হন রেলপুলিশের এক কর্মী। ঘটনার পিছনে রাজ্যের প্রাক্তন বাম শিবিরকে দায়ী করেছে বর্তমান ত্রিপুরা সরকার। সরকারের পক্ষ থেকে রাজ্যের আইনমন্ত্রী রতনলাল নাথ বললেন, গুজব ছড়ানোর দায়ে এখনও পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে ১৭ জনই সিপিএম কর্মী-সমর্থক। অন্যদিকে ত্রিপুরা কংগ্রেস হাইকোর্টের কর্মরত বিচারপতির তত্ত্বাবধানে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। আপনার মতামত জানান -