এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > গান্ধীমূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর ধর্ণা, তীব্র কটাক্ষ হেভিওয়েট বাম নেতার

গান্ধীমূর্তির পাদদেশে মুখ্যমন্ত্রীর ধর্ণা, তীব্র কটাক্ষ হেভিওয়েট বাম নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার প্রতিবাদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এককভাবেই ধরনা দিলেন মুখ্যমন্ত্রী। হুইলচেয়ারে করে তাঁকে ধরনাস্থলে পৌঁছে দিয়ে গিয়েছেন নিরাপত্তারক্ষীরা। হুইলচেয়ার ছাড়াও দুটি টেবিল রয়েছে সেখানে। যেখানে আঁকার সরঞ্জাম রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীকে হুইলচেয়ারে বসেই ছবি আঁকতে দেখা গেল। মুখ্যমন্ত্রীর এই ধরনাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুখ্যমন্ত্রীর আজকের ধর্না প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসতে পছন্দ করেন। এর আগেও তিনি রাস্তায় বসেছেন। ভবিষ্যতেও তাঁকে রাস্তায় বসতে হবে। তাই তিনি অভ্যাস করুন। সুজন চক্রবর্তী জানালেন, সরকার চালানোর দায়িত্ব তাঁর নেই। রাজ্যের কলকারখানা বন্ধ হয়ে গেছে। ছেলেমেয়েদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ক্রমশই বাড়ছে।

মানুষ বিপন্ন হয়েছে। বিদ্যুতের দাম সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। দুধের দাম দ্বিগুণ হয়েছে। বাজারে জ্বলছে আগুন। সরকার যে কাজ করে থাকে, সে কাজ তাঁর নেই। তিনি হয় ইনশাল্লাহ করছেন, না হলে তিনি চন্ডী পাঠ করছেন। কিন্তু, এ দুটোর মধ্যে কোনটাই সরকারের কাজ নয়। সরকারের কাজে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই রাস্তায় বসাই তাঁর পছন্দ। এর আগেও তিনি রাস্তায় বসেছিলেন। এভাবেই মুখ্যমন্ত্রীর ধর্নাকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বামপন্থী নেতা সুজন চক্রবর্তী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!