এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গান্ধীর প্রয়াণ দিবসে বিজেপিকে তুলোধোনা, ক্ষমার দাবি তুললেন ব্রাত্য!

গান্ধীর প্রয়াণ দিবসে বিজেপিকে তুলোধোনা, ক্ষমার দাবি তুললেন ব্রাত্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আজ গোটা দেশজুড়ে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকেও এই দিনটিকে শ্রদ্ধার সহকারে পালন করা হচ্ছে। আর বিজেপি যখন মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে, ঠিক তখনই এই বিষয়টিকে হাতিয়ার করে নাম না করে বিজেপিকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যেখানে গান্ধীজিকে যারা গুলি করেছিলেন, আজ তারাই তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন বলে সরব হলেন তিনি।

সূত্রের খবর, আজ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, “গান্ধীজিকে যারা গুলি করেছিলেন, আজ তাদের উত্তরাধিকারীরাই মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাচ্ছে। তারা শ্রদ্ধা জানাতেই পারে। কিন্তু তাদেরকেও এটা বলতে হবে যে, তারা অন্যায় করেছিল।”

 

স্বভাবতই গান্ধীজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পরোক্ষে বিজেপিকে যে অনেকটাই চাপে ফেলে দিলেন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!