গঙ্গাসাগরের ভিড়ে হারিয়ে যেতে পারেন? সমস্যার সমাধানে নয়া নির্দেশ মমতার! রাজনীতি রাজ্য January 10, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে কোনোরকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। গতকালই ক্যাম্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই গঙ্গাসাগর মেলায় প্রচুর পুন্যার্থী আসেন। বিভিন্ন সময় অনেকে মেলায় আসতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তাই এই প্রবণতাকে আটকাতে যারা রাস্তা ভুল করে অন্য জায়গায় চলে যাচ্ছেন, তাদের যাতে তড়িঘড়ি সঠিক পথে নিয়ে আসা যায় এবং খুঁজে বের করা হয়, তার জন্য নয়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গতকালই গঙ্গাসাগর ক্যাম্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, “গঙ্গাসাগরের মেলায় প্রচুর মানুষ আসেন। তাই যাতে কেউ হারিয়ে না যান, তার জন্য এখানকার প্রতিটি গাড়িতে জিপিএস ট্র্যাকিং বসানো হবে। যাতে সেই ট্র্যাকিং সিস্টেমের মধ্যে দিয়ে তাদেরকে খুঁজে পাওয়া যায়।” আপনার মতামত জানান -