এখন পড়ছেন
হোম > জাতীয় > এক গ্যাংস্টারের ভয়ে কাঁপছেন হেভিওয়েট বিধায়ক! প্রাণ বাঁচাতে হলেন মুখ্যমন্ত্রীর শরণাপন্ন !

এক গ্যাংস্টারের ভয়ে কাঁপছেন হেভিওয়েট বিধায়ক! প্রাণ বাঁচাতে হলেন মুখ্যমন্ত্রীর শরণাপন্ন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –চোর, ডাকাত, খুনি, গ্যাংস্টার এর সর্গরাজ্য বলে খ্যাত উত্তরপ্রদেশকে অনেকটা শান্ত ও সুখে , শান্তিতে বাসবাসযোগ্য করতে পেরেছেন যোগী সরকার, এই দাবি বিজেপির পক্ষ থেকে করা হয়েছে একাধিকবার। কিন্তু কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি বিজেপির এই দাবি মানতে রাজি নয়। তাদের দাবি, জঙ্গলরাজ চলছে উত্তরপ্রদেশ রাজ্যে। এবার উত্তরপ্রদেশের শাসক দলের এক বিধায়ককে প্রকাশ্য প্রাণনাশের হুমকি বিরোধী দলগুলির কটাক্ষকে শেষপর্যন্ত সত্যি বলেই প্রমান করে দিল।

সংবাদসূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক যোগেশ ধামা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্য পুলিশের ডিজির কাছে নিজের প্রাহানির আশঙ্কা প্রকাশ করেছেন। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ রাজ্যের বাঘপত বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক হলেন যোগেশ ধামা। তিনি অভিযোগ করেছেন যে, গ্যাংস্টার সুনীল রাথি যে ২০১৮ সাল থেকে খুনের মামলায় বন্দি আছে তিহার জেলে, তার পরিবারের লোকেরা বাজেয়াপ্ত এলাকায় বেআইনি ভাবে কয়লা তোলবার কাজে নিয়োজিত। বিধায়ক যোগেশ ধামা এই অন্যায়ের প্রতিবাদ করেন ও এই কারবার বন্ধ করে দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ঘটনার জেরেই বিধায়ককে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে গ্যাংস্টার সুনীল রাথি। তিহার জেল থেকেই সুনীল রাথি বিধায়ক খুনের হুমকি দিয়েছে। এমনকি, জেল থেকে বেরিয়েই বিধায়ক খুন করার কথা বলেছে। এমনটাই একটি সাংবাদিক সভা করে জানিয়েছেন বিজেপি বিধায়ক যোগেশ ধামা। প্রাণ হানির আশঙ্কায় মুখ্যমন্ত্রী ও উত্তর প্রদেশ পুলিসের ডিজি হিতেশ চন্দ্র অবস্তির কাছে তিনি নিজের নিরাপত্তার আবেদনও জানিয়েছেন।

তবে সংবাদসূত্রে জানা গেছে, নিজের নিরাপত্তার জন্য এখনো তিনি কোন লিখিত আবেদন জমা করেননি। তবে, মুখ্যমন্ত্রী তাঁর নিরাপত্তাবিধান ও রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার জন্য দুষ্কৃতীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে বিজেপি বিধায়কের এই অভিযোগ ও আবেদনের কথা শুনেই যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সমাজবাদী পার্টির মুখপাত্র জুহি সিং। বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগের শুরে তিনি জানিয়েছেন যে, রাজ্যের আইন- শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!