এখন পড়ছেন
হোম > জাতীয় > গঙ্গার পাড়ে মৃতদেহের নৃশংস পরিণতি, উত্তাল যোগী রাজ্য!

গঙ্গার পাড়ে মৃতদেহের নৃশংস পরিণতি, উত্তাল যোগী রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, পবিত্র গঙ্গাকে মৃত্যুপুরী বানিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরপ্রদেশ এবং বিহারের যে সমস্ত মানুষ মারা গিয়েছেন, তাদের সকলের লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে গঙ্গাতে। স্বাভাবিক ভাবেই এই রকম বেশ কিছু ছবি প্রকাশ্যে আসতে শুরু করেছিল। যার জেরে অস্বস্তি বাড়ছিল বিহার এবং উত্তরপ্রদেশ সরকারের। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল একাংশকে। .আর এবার একটি নৃশংস ছবি সামনে চলে এল।

জানা গেছে, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, গঙ্গাবক্ষে বালির ওপর পড়ে রয়েছে বেশকিছু মৃতদেহ। আর তাদের দেহের ওপর রয়েছে গেরুয়া চাদর। বর্তমানে সেই চাদর সরিয়ে সেই মৃতদেহ সাফ করার কাজ করছেন পুরকর্মীরা। স্বাভাবিক ভাবেই এই দৃশ্য যে অত্যন্ত অমানবিক এবং নৃশংস, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের বিশিষ্ট নদী প্রয়াগরাজের সঙ্গমের কাছে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বেশ কিছু মৃতদেহ পড়ে রয়েছে। অনেক মৃতদেহের জরাজীর্ণ অবস্থা, ঠিকমতো চেনা যাচ্ছে না। তবে বেশ কিছু মৃতদেহের উপর গেরুয়া চাদর দিয়ে ঢাকা রয়েছে। আর বর্তমানে সেই চাদর সরিয়ে পুরকর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই রীতিমত উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তরপ্রদেশ। বিজেপি সরকারের দিকে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। স্বাস্থ্য ব্যবস্থার দুরাবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশ বলছেন, এই ঘটনা থেকে কার্যত পরিষ্কার যে, এই সমস্ত মৃতদেহ করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের। আসল তথ্য লুকিয়ে দেওয়ার জন্য তা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে।

এদিন এই প্রসঙ্গে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “জীবিত অবস্থায় সঠিক সম্মান পাননি এনারা। মৃত্যুর পর শেষকৃত্যের সম্মানটুকুও পাননি। এখন তাদের উপর থেকে চাদরটা সরিয়ে দেওয়া হচ্ছে।” একাংশের প্রশ্ন, সত্যিই তো তাই! কেন এভাবে শেষকৃত্য হবে? কেন একের পর এক মৃতদেহ ভেসে আসবে গঙ্গার পাড়ে? শেষকৃত্যে কেন সম্মান জানানো হবে না মৃত ব্যক্তিদের?

এদিন এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসনের এক আধিকারিক বলেন, “নদীর পাড়ে মৃতদেহ শেষকৃত্যের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত দেহ নদীতে ভাসিয়ে দেওয়া পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে বলেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।” তবে নদীবক্ষের পাড়ে এভাবে মৃতদেহ সৎকার যে অত্যন্ত অমানবিক দৃশ্য, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!