এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার মতোই ‘গড়বেতা কাণ্ডের’ ছায়া এবার ত্রিপুরাতেও দেখছে বিজেপি

বাংলার মতোই ‘গড়বেতা কাণ্ডের’ ছায়া এবার ত্রিপুরাতেও দেখছে বিজেপি


বাংলার গড়বেতা কাণ্ডের’ ছায়া এবার ত্রিপুরাতে। বাংলা দখলের পর মমতা বন্দোপাধ্যায়ের সরকার অভিযোগ তুলেছিলেন যে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ তৃণমূল সমর্থকদের খুন করে মাটির নীচে পুঁতে রেখেছেন। যদিও মাটি খুঁড়ে কঙ্কাল পাওয়া গিয়েছিলো।এদিকে সিপিআইএমকে গদিচ্যুত করে ক্ষমতায় এসেছে বিজেপি। আর তার পরেই অভিযোগ উঠেছে যে সিপিএমের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকেই পাওয়া গিয়েছিল এক মহিলার কঙ্কাল। আরো কঙ্কাল সেখানে থাকতে পারে। আর তাই রাজনৈতিকমহল গাটবেতার ছায়া দেখছে এখানে। এই নিয়ে সদ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে আসীন বিপ্লব দেবকে ঐ রাজ্যেরই অন্য এক বিজেপি নেতা সুনীল দেওধর পরামর্শ দিয়ে বললেন , ”২৫ বছর ধরে ত্রিপুরায় রাজত্ব করেছে সিপিএম। ২০০৫ সালের জানুয়ারি মাসে, এই সিপিএমের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকেই পাওয়া গিয়েছিল এক মহিলার কঙ্কাল। বলা যায় না, এমন আরও কঙ্কাল সেখানে থাকতে পারে। তাই দায়িত্ব নেওয়ার আগে সেই সেপটিক ট্যাঙ্কগুলি পরিষ্কার করিয়ে নিন ।” বছর দুয়েক আগে মুম্বই ছেড়ে প্রাক্তন আরএসএস সদস্য সুনীল দেওধর ত্রিপুরা চলে আসেন । মুখ্যমন্ত্রীকে দেওয়া পরামর্শ বিষয়ে তিনি এদিন সাংবাদিকদের জানালেন , “সিপিএম আসলে একটি খুনির দল। দীর্ঘ ২৫ বছরের শাসনকালে তারা নানা সময়ে নানা খুন খারাপির ঘটনা ঘটিয়েছে। ২০০৫ সালে যেমন কঙ্কাল পাওয়া গিয়েছিল, তেমনই সিপিএমের অন্য মন্ত্রীদের বাড়ির সেপটিক ট্যাঙ্কেও থাকতে পারে এমন কঙ্কাল। ভোটে জিতে মুখ্যমন্ত্রীর ভবনে যাওয়ার আগে তাই এই সব ট্যাঙ্ক পরিষ্কার করে নেওয়া উচিত।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!