এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গত বছরের মতো এ বছরেও দূর্গাপূজার আনন্দ হতে পারে মাটি, বিশেষজ্ঞদের সতর্কবার্তায় বাড়ছে আশঙ্কা

গত বছরের মতো এ বছরেও দূর্গাপূজার আনন্দ হতে পারে মাটি, বিশেষজ্ঞদের সতর্কবার্তায় বাড়ছে আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের দূর্গাপূজা বাঙালি কখনো ভুলতে পারবে না। এমন ধরনের দুর্গাপুজো কোনদিন কেউ দেখেছেন কিনা সন্দেহ। দূর্গা পূজার প্যান্ডেল ছিল জন শুন্য। অল্প সংখ্যক কিছু মানুষ রাস্তায় বের হলেও, অধিকাংশ মানুষ গৃহবন্দি অবস্থায় কাটিয়েছিলেন। অনেকেই আশা করেছিলেন, গত বছরের অপ্রাপ্তি এবার মিটিয়ে নেবেন।

এবার পুজোয় প্রচুর আনন্দ করবেন। অনেকে এখন থেকেই পুজোর বাজার করার চিন্তা-ভাবনা করতে শুরু করেছিলেন। অনেকে ঘুরতে যাওয়ার ব্যাপারেও চিন্তা করতে শুরু করেছিলেন। কিন্তু এর মধ্যেই আবার নতুন করে সংক্রমনের আশঙ্কার কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি, এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া জানিয়েছেন যে, লকডাউন শিথিল হবার পরই দেশের মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি অমান্য করতে শুরু করেছেন, তা যদি চলতে থাকে তবে আগামী ছ থেকে আট সপ্তাহের মধ্যে করোনার তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়তে পারে। তিনি সতর্ক করেছেন, করোনার নতুন স্টেইন ডেল্টা প্লাস করোনার তৃতীয় ঢেউ ডেকে আনতে পারে। যা অতীতের সব রেকর্ড ভেঙে দিতে পারে।

একাধিক বিশেষজ্ঞ সতর্ক করেছেন যে, আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানতে পারে। ব্যাপকহারে করোনা সংক্রমণ ও মৃত্যু-মিছিল দেখা দিতে পারে। দৈনিক সংক্রমণ ১২ লক্ষে পর্যন্ত চলে যেতে পারে। এই পরিস্থিতি যদি হয়। তবে সারাদেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও ব্যাপক প্রভাব দেখা দেবে। রাজ্য সরকার বাধ্য হবে লকডাউনের সিদ্ধান্ত নিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চলতি বছর ১২ ই অক্টোবর রয়েছে মহাসপ্তমী, ২০ সে অক্টোবর রয়েছে লক্ষ্মীপুজো, ৪ ঠা নভেম্বর কালীপুজো, ৬ ই নভেম্বর রয়েছে ভাইফোঁটা। এই পরিস্থিতিতে আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে যদি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ে, তবে পুজোর সময় লকডাউন বা কঠোর বিধিনিষেধ জারির সম্ভাবনা থাকবে। সেপ্টেম্বর মাসে গোটা দেশজুড়ে করোনার তাণ্ডবের আশঙ্কা রয়েছে। যার রাজ্যে প্রভাব পড়বে। প্রবল সংক্রমণ ও মৃত্যু মিছিল দেখে লকডাউন বা বিধিনিষেধ জারি করতে বাধ্য হবে রাজ্য সরকার।

যারফলে অক্টোবর-নভেম্বর মাসে মানুষকে গৃহবন্দি ভাবে কাটাতে হবে। প্রসঙ্গত, গতবছর মন্ডপে প্রবেশ করার ক্ষেত্রে বারণ ছিল, কিন্তু রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে কোন বারণ ছিল না। কিন্তু এ বছর যদি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ে, তবে মানুষকে পুরোপুরি গৃহবন্দী থাকতে হতে পারে। তাই গত বছরের মতো এ বছরও আনন্দ পুরোপুরি মাটি হতে পারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!