এখন পড়ছেন
হোম > জাতীয় > জিডিপি নিয়ে মোদী সরকারকে একই ভয়ঙ্কর বিপদের কথা শোনালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর?

জিডিপি নিয়ে মোদী সরকারকে একই ভয়ঙ্কর বিপদের কথা শোনালেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের ফলে দেশজুড়ে লকডাউন বলবার থাকার কারণে দেশের অর্থনীতি বেহাল দশায় এসে পৌঁছেছে। ভারতের জিডিপি বৃদ্ধির হার একেবারে তলানিতে এসে পৌঁছেছে। কেন্দ্রীয় সরকার ভারতের অর্থনীতির এই বেহাল অবস্থার জন্য করোনা মহামারীকে দায়ী করেছেন। অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে জিএসটি সংগ্রহেও ব্যাপক সমস্যা পোহাতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। এর ফলেই দেশের অর্থনীতি এই বিপদজনক অবস্থায় পৌঁছে গেছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ভারতের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি সঙ্কটজনক হয়ে পড়েছে।

ভারতের জিডিপি বৃদ্ধির হার একেবারে তলানিতে এসে পৌঁছানোতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিষেদাগার করলেন ভারতের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। এ প্রসঙ্গে তিনি জানালেন, দেশের অর্থনীতির এই দুরবস্থা লক্ষ করে দেশের অর্থনীতিবিদরা প্রচন্ড ভাবে শঙ্কিত হয়ে পড়ছেন। এ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন, করোনা বিপর্যস্ত পৃথিবীর অন্য কোন দেশের এতটা আর্থিক দুরবস্থা হয়নি যতটা ভারতের হয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের দক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত ইতালী, আমেরিকার মতো দেশে করোনা পরিস্থিতি সবচেয়ে বিপর্যয়কর ছিল। কিন্তু এই দুটি দেশের জিডিপি ততটা নিম্নগামী হয়নি যতটা ভারতের হয়েছে। ইটালির জিডিপি বৃদ্ধি ১২.৪ শতাংশ নিম্নগামী হয়েছে, আমেরিকার হয়েছে ৯.৭ শতাংশ।কিন্তু ভারতের ক্ষেত্রে তা ২৩.৯ শতাংশ। যা অত্যন্ত আশঙ্কাজনক

ভারতের জিডিপি বৃদ্ধির এই নিম্নগামী হারকে তুলে ধরে রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন কেন্দ্রীয় সরকারকে অভিযুক্ত করলেন । এ প্রসঙ্গে তিনি জানালেন, এর জন্য কেন্দ্রীয় সরকারের উচিত নিজেদের দক্ষতা নিয়ে প্রশ্ন করা। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর এর এই মন্তব্য কেন্দ্রীয় শাসক দলকে যে যথেষ্ট বেকায়দায় ফেলে দিয়েছে, তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!