এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > জঙ্গলমহলে ক্রমশ ভেঙে চুরমার হচ্ছে গেরুয়া শিবির! শয়ে-শয়ে কর্মী বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে

জঙ্গলমহলে ক্রমশ ভেঙে চুরমার হচ্ছে গেরুয়া শিবির! শয়ে-শয়ে কর্মী বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি দলের মধ্যে সাংগঠনিক রক্তক্ষরণ অব্যাহত। পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বহু বিজেপি কর্মকর্তা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে ইতিমধ্যেই সংবাদমাধ্যমে উঠে এসেছে। এবার এই সূত্রে সামান্য কয়েকটা মাসের মধ্যে জঙ্গলমহলের গেরুয়া শিবির থেকে প্রায় ৫০০ জন বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

সংবাদসূত্রে যান গেছে, জঙ্গলমহলের কোন একটি ব্লকের যুব নেতা থেকে শুরু করে সংগঠনের বহু নেতা কর্মী দলবদলের তালিকায় ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করে বসে আছেন। প্রসঙ্গত, এরা সকলেই বিজেপি সম্পর্কে অভিযোগ করেছেন যে, কথায় আর কাজে বিজেপির কোন সঙ্গতি নেই, ফলত তারা বিজেপিতে নিজেদের মানিয়ে নিতে পারছেন না এ কারণেই তারা অন্য দলে চলে যাচ্ছেন।

প্রসঙ্গত ২০১৯ সালের লোকসভা ভোটের আগে জঙ্গলমহল থেকে ধীরে ধীরে নিজেদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলছিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর তাদের ভেঙে যাওয়ার সাম্রাজ্যে একটু একটু করে দখল নিচ্ছিল বিজেপি। লোকসভা ভোটে এই জঙ্গলমহলে চমকপ্রদ জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূলের হাত থেকে তারা মুখের গ্রাস যেন ছিনিয়ে নিয়েছিল। গেরুয়া জনসমর্থনের কারণে গত লোকসভা ভোটে জঙ্গলমহলের সবুজ রংটি একেবারে ছিন্নভিন্ন হয়ে পড়েছিল, পরিবর্তে সমগ্র জঙ্গলমহল যেন গৈরিক চাদরে নিজেকে আবৃত করে নিয়েছিল।

ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সবকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের পরাজিত করে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থীরা। চমকপ্রদক এই ফলাফলের পর এই অঞ্চলে বিজেপির আত্মবিশ্বাসও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। আর পালে হাওয়া বদল হতেই তৃণমূলের বহু রাজনৈতিক নেতা-কর্মী ভিড় জমিয়েছিলেন বিজেপির রাজনৈতিক শিবিরে। সবুজ জার্সি ত্যাগ করে গৈরিক জার্সি পরিধান করে তাঁরা শুরু করেছিলেন নিজেদের রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়।

কিন্তু কয়েক মাসের পাশার দান উল্টে গেল। আবার পরিস্থিতির বদল দেখা দিল। দলে দলে বহু বিজেপি নেতা-কর্মী বিজেপি ত্যাগ করে পুনরায় তৃণমূলে ফিরে যেতে শুরু করলেন। ঝাড়গ্রাম জেলায় এমনি দৃশ্য চোখে পড়েছে। সংবাদ সূত্রে জানা গেছে ঝারগ্রাম জেলার একটি ব্লকে প্রায় সমস্ত বিজেপির নেতাকর্মী বিজেপি ছেড়ে পুনরায় প্রত্যাবর্তন করছেন তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যুব নেতা, বড় নেতা সবাইকে মিলিয়ে দলত্যাগীদের সংখ্যাটা প্রায় ৫০০ এর কাছাকাছি বলে রাজনৈতিক মহলের মতামত। অভিমানীরা জানিয়েছেন, লোকসভা ভোটের আগে বিজেপি যে রকম প্রতিশ্রুতি দিয়েছিল, বাস্তবে বিজেপি সেটা রক্ষা করতে সক্ষম হয় নি। তাই বিজেপি দলের প্রতি একপ্রকার বীতশ্রদ্ধ হয়েই তারা দলত্যাগের মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

তবে বিজেপির বহুসংখ্যক কর্মীর এই দলত্যাগের ঘটনাটি নিয়ে তেমন চিন্তিত হতে দেখা গেল না ঝাড়গ্রামের বিজেপির নেতৃত্বদের। এ প্রসঙ্গে বিজেপির ঝাড়গাম জেলা সভাপতি দাবি করেছেন যে, ইতিমধ্যে যারা বিজেপি দল ত্যাগ করেছেন তারা প্রত্যেকেই দুর্নীতিগ্রস্ত ছিলেন। এ কারণেই বিজেপি তাদের বহিস্কার করেছে ।

এ প্রসঙ্গে তিনি আরো জানিয়েছেন যে, বিজেপি দলে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কোনদিনই জায়গা ছিল না, ভবিষ্যতেও বিজেপি দলে দুর্নীতিগ্রস্তদের কোনভাবেই ঠাঁই হবে না এমনটাই দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি। তবে রাজনৈতিক মহলের বেশ কিছু অংশ মনে করছেন, এভাবে ক্রমাগত দল ত্যাগের ফলে জঙ্গলমহল অঞ্চলের বিজেপির রাজনৈতিক অনেকটাই খর্ব হয়ে পড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!