এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরকে রুখতে তৃণমূলের নতুন অস্ত্র তৈরী ! নাম জানিয়ে দিলেন হেভিওয়েট নেতা

গেরুয়া শিবিরকে রুখতে তৃণমূলের নতুন অস্ত্র তৈরী ! নাম জানিয়ে দিলেন হেভিওয়েট নেতা

একদিকে যেখানে করোনা যুদ্ধের আবহে মানুষ ভীত, আতঙ্কিত ঠিক তখনই রাজ্যে নতুন করে শুরু হল শাসক ও বিরোধী দলের রাজনৈতিক লড়াই। মনে করা হচ্ছে, এবার ঘাসফুল শিবির থেকে পদ্ম শিবিরের বিরুদ্ধে প্রচার চালাতে পাল্টা কৌশল নেওয়া হচ্ছে। তৃণমূল শিবিরের কথা অনুযায়ী, বিজেপি যে অপপ্রচার চালানোর চেষ্টা করছে রাজ্য সরকারের বিরুদ্ধে তথা শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, তার আটকাবার জন্যই সংঘবদ্ধভাবে প্রচারে নামতে চলেছেন তৃণমূলের বিধায়করা।

আর এদিন প্রথম চালটি দিলেন রাজ্যে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার নবনিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটর ফিরহাদ হাকিম। তাঁর মতে বিজেপি সম্পূর্ণরূপে বাজে কথা বলে রাজনীতিতে টিকে থাকতে চাইছে। তিনি এ ব্যাপারে সোজাসুজি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকেও কটাক্ষ করেছেন বলে জানা গেছে। ফিরহাদ হাকিম তাঁর টুইটের মাধ্যমে বলেন, বিজেপি শুধুমাত্র বাজে কথাই বলে এবং সেভাবেই রাজনীতি চালিয়ে চলেছে এতদিন। কিন্তু করোনা পরিস্থিতিতে যেভাবে শাসক দলকে অপপ্রচার চালিয়ে বিপাকে ফেলার চেষ্টা চলছে, তা রুখে দিতে এবার গোষ্ঠীবদ্ধ তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফিরহাদ হাকিম বিজেপির রাজ্য সভাপতিকে উদ্দেশ্য করে যেভাবে নিজের বার্তা পেশ করেছেন, তাতে যে রাজনৈতিক জল অনেক দূর গড়াবে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে এই যুদ্ধে এবার ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তৃণমূল শিবির এবার বিজেপির বিরুদ্ধে প্রচার করতে গিয়ে ‘ভাট বকছে বিজেপি’ নামক একটি হ্যাশট্যাগ প্রয়োগ করছে। এই হ্যাশট্যাগটি প্রয়োগ করেই ফিরহাদ হাকিম তাঁর নিজস্ব টুইটার অ্যাকাউন্টে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এভাবে মানুষের মন জয় করা যাবে না।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ‘ভাট বকছে বিজেপি’ নামক হ্যাশট্যাগটি প্রয়োগ করে সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করা হয়েছে। এমনকি পি এম কেয়ার নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি শিবিরও বসে থাকার পাত্র নয়। তাঁরাও এবার বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ঘাসফুল শিবিরের বিরুদ্ধে ময়দানে নামছে বলে খবর। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এভাবে রাজনৈতিক যুদ্ধে নামা উচিত নয় বরং বিজেপির অপপ্রচারের জবাব দিতে বরং জনসংযোগে গুরুত্ব দেওয়া উচিত শাসকদলের। আপাতত এই রাজনৈতিক যুদ্ধের জল কতদূর গড়ায় সে দিকেই লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!