এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া ঝড় তুলতে রাজ্যে একাধিক বার আসার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

গেরুয়া ঝড় তুলতে রাজ্যে একাধিক বার আসার পরিকল্পনা প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিতে যতই রথী-মহারথী থাকুন না কেন? বিজেপির মূল কান্ডারী যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তা বলার অপেক্ষ রাখে না। প্রধানমন্ত্রীর ম্যাজিকের উপর ভিত্তি করেই দেশ জুড়ে প্রভাব বিস্তার করেছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও বিজেপির ভরসা প্রধানমন্ত্রীর উপরেই। হলদিয়াতে প্রথম নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী, এরপর হুগলিতে জনসভা করেছেন তিনি। তারপর বিগ্রেড জনসভা করেছেন তিনি। এবার আরো ১৯ টি জনসভা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এমনকি, প্রথম দফার বিধানসভা নির্বাচনের আগেই ৪ বার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।

বিজেপি সূত্রের খবর, আগামী ১৮ ই মার্চ পুরুলিয়াতে সভা করবেন প্রধানমন্ত্রী, আগামী ২০ সে মার্চ খড়্গপুরে সভা করবেন তিনি, ২২ সে মার্চ সভা করবেন বাঁকুড়ায়, ২৪ সে মার্চ সভা করবেন কাঁথিতে। এরপর ১ লা এপ্রিল সভা করবেন মথুরাপুর ও উলুবেড়িয়াতে। ৩ রা এপ্রিল আরামবাগে। ৬ ই এপ্রিল কোচবিহার ও সোনারপুরে। ১০ই এপ্রিল শিলিগুড়িতে। ১২ই এপ্রিল সভা করবেন কল্যাণী ও বর্ধমানে। ১৪ই এপ্রিল বারাসাত ও কৃষ্ণনগরে। ১৭ই এপ্রিল গঙ্গারামপুর। ২০ সে এপ্রিল মুর্শিদাবাদে, ২২ সে এপ্রিল আসানসোল, মালদহে। ২৩ সে এপ্রিল দক্ষিণ কলকাতায় সভা করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে ১৭ টি সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা ছিল প্রধানমন্ত্রীর রেকর্ড। এবার এই রেকর্ড ভাঙতে চলেছেন প্রধানমন্ত্রী। ইতিপূর্বে সাংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, বাংলায় জয় নিশ্চিত। এবার বাংলায় জয় নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর উপর ভরসা বিজেপির। সেই জন্যে রাজ্যে ঘনঘন যাতায়াত করবেন প্রধানমন্ত্রী।

কোনদিন দুটি জনসভাও করবেন তিনি। কখনও দুদিন বা কখনো বা চার দিন পর পর রাজ্যে দেখা যাবে প্রধানমন্ত্রীকে। আবার প্রধানমন্ত্রী ছাড়াও রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা প্রমূখরাও। তাঁরাও একের পর এক জনসভা করবেন। সকলকে নিয়ে প্রচারে ঝড় তোলার পরিকল্পনা বিজেপির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!