এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া ঝড়ে একেবারে ছিন্ন-বিচ্ছিন্ন কংগ্রেস, উল্লেখযোগ্য জয় বিজেপির

গেরুয়া ঝড়ে একেবারে ছিন্ন-বিচ্ছিন্ন কংগ্রেস, উল্লেখযোগ্য জয় বিজেপির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি গুজরাটের কর্পোরেশন ভোটে বিপুল জয় এসেছিল বিজেপির। এবার গুজরাটের ছোট পুরসভা ও দ্বি-স্তর পঞ্চায়েত নির্বাচনেও বিরাট জয় এলো বিজেপির। বস্তুত, জেলা পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসেরকে একেবারে মাটিতে মিশিয়ে দিল বিজেপি। গত, ২০১৫ সালের নির্বাচনে কংগ্রেস কোনভাবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হলেও, এই নির্বাচনে কংগ্রেসের অস্তিত্বই প্রায় মুছে গেল।

গুজরাটের ৩১ টি জেলা পঞ্চায়েতের মধ্যে সমস্ত গুলিই বিজেপির হাতে এল। গুজরাটের ৮১ টি পুরসভা, ৩২ টি জেলা পঞ্চায়েত, ২৩১ টি তালুক পঞ্চায়েতে গণনা শেষ হলো। সব কটি জেলা পঞ্চায়েতে জয়লাভ বিজেপির। পুরসভা, তালুক পঞ্চায়েতেও কংগ্রেসকে অনেকটা পেছনে ফেলে দিয়েছে বিজেপি।

গুজরাটের মোট ৩১ টি জেলা পঞ্চায়েতের মোট ৯৮০ টি আসনে ভোট ছিল। বিজেপির হাতে গেছে ৭৩৩ টি আসন, কংগ্রেসের হাতে গেছে ১৫৭ টি আসন, আম আদমি পার্টির হাতে ২ টি আসন, বহু জন সমাজ পার্টির হাতে ১ টি আসন, অন্যান্যদের হাতে গেছে ৪ টি আসন। দেখা যাচ্ছে যে, কোন জেলাতেই কংগ্রেসের আসন ২ এর ঘরে পর্যন্ত যেতে পারে নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে,গত ২০১৫ সালের নির্বাচনে ৩১ টি জেলা পঞ্চায়েত এর মধ্যে বিজেপি জয়লাভ করেছিল ২২ টিতে। কংগ্রেস জয়লাভ করেছিল ৭ টিতে। অন্যান্য দলগুলি পেয়েছিল ২ টি। কিন্তু এবার কংগ্রেস একেবারে শূন্য হয়ে পড়েছে। গুজরাটের কংগ্রেস সভাপতি পরেশ ঢনঢনির জেলা আমরেলিতেও পরাস্ত কংগ্রেস।

অন্যদিকে গুজরাটের ৮১ টি পুরসভা, ৩১ টি জেলা পঞ্চায়েত, ২৩১টি তালুক পঞ্চায়েতেও ভোট হয়েছিল। আজ সকালে ভোট গণনা শুরু হয়। এখনো পর্যন্ত ৬৭ টি পুরসভাতে দখল এসেছে বিজেপির। কংগ্রেস ৭ টি, নির্দল প্রার্থীরা ১টি পুরসভায় এগিয়ে আছে।

গুজরাটে বিজেপির এই বিপুল জয়ের জন্য গুজরাট বাসীকে টুইট করে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি জানিয়েছেন যে, বিজেপির উন্নয়নের প্রকল্পে ভরসা রেখেই এই জয় এসেছে। বিজেপির প্রতি আস্থা রাখার জন্য, বিজেপিকে অকাতরে ভালোবাসার জন্য রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ফলাফলের জন্য গুজরাটবাসীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!