এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার চাপ বাড়িয়ে গেরুয়া ঝড়কে সুনামিতে বদলে দিতে আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

মমতার চাপ বাড়িয়ে গেরুয়া ঝড়কে সুনামিতে বদলে দিতে আবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসেবে দেখছে বিজেপি। এই উদ্যেশেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বারবার পাড়ি দিচ্ছেন পশ্চিমবঙ্গে। দুদিন আগেই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ১১ ই ফেব্রুয়ারি ঠাকুরনগরে জনসভা করেছিলেন তিনি। চলতি সপ্তাহে আবার রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ই ফেব্রুয়ারি আবার তিনি আসতে চলেছেন পশ্চিমবঙ্গে।

বিজেপির পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছিল যে, নির্বাচনের প্রাক্কালে বারবার বঙ্গে পাড়ি দেবেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি রাজ্যে এসে সভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিকবার রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ই ফেব্রুয়ারি কলকাতা জোনের পরিবর্তন যাত্রার সূচনা করতে রাজ্যে আসবেন তিনি। সেদিন কাকদ্বীপে তাঁর জনসভা করার কথা শোনা যাচ্ছে।

নির্বাচনের প্রাক্কালে দলের জনসংযোগ বাড়াতে বিজেপি পরিবর্তন যাত্রা বা রথযাত্রা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি। বিজেপির ৫ টি রথ সমস্ত বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে যাবে। গত ৬ ই ফেব্রুয়ারি নবদ্বীপে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবারের বঙ্গ সফরে এসে পরিবর্তন যাত্রার পাশাপাশি সিঙ্গুরে জনসভা করার সম্ভাবনা আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একদা এই সিঙ্গুর থেকেই রাজ্য রাজনীতিতে পালাবদলের ঘন্টা বেজে উঠেছিল। এবার সেই সিঙ্গুরে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত লোকসভা নির্বাচনে হুগলি থেকে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী রত্না দে নাগকে পরাজিত করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে জনসভা করে গেরুয়া ঝড় তুলতে সচেষ্ট হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আবার, নির্বাচনের পূর্বে রাজ্যের শাসক দল তৃণমূলের শক্ত ঘাঁটি গুলিতে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতিমধ্যে তিনি সভা করেছেন পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, বীরভূম ও কোচবিহারে। হাওড়ার ডুমুরজলায় ভার্চুয়াল ভাবে সভাতে অংশগ্রহণ করেছিলেন তিনি। এই সমস্ত সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্রভাবে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দিয়েছেন পরিবর্তনের বার্তা।

এবার কাকদ্বীপের সভা থেকে ও সিঙ্গুরের সভা থেকে তিনি কি বার্তা দেন? সেদিকে কৌতুহল রাজ্যবাসীর। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে আবার শাহী যোগদানের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সেখানে শাসকদল তৃণমূলের বেশকিছু হেভিওয়েট তৃণমূল ছেড়ে যোগদান করতে পারেন বিজেপিতে। ফলে সরগরম রাজ্য রাজনীতি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!