এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গেরুয়া শিবির ছেড়ে এবার কি তৃণমূলের পথে আরেক হেভিওয়েট? বাড়ছে গুঞ্জন

গেরুয়া শিবির ছেড়ে এবার কি তৃণমূলের পথে আরেক হেভিওয়েট? বাড়ছে গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য জুড়ে চলছে এখন দলবদলের পালা। একুশের বিধানসভা নির্বাচনের আগে যারা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন, তারাই এবার পাল্টা ঘরে ফিরে আসার জন্য আকুলি-বিকুলি করছেন। ইতিমধ্যেই গেরুয়া শিবিরে ভাঙনের গুঞ্জন ক্রমশ তীব্র হচ্ছে এবং এই গুঞ্জন অনেক বেড়ে গেছে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় দীর্ঘদিন পর বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসায়। মুকুল রায়ের সাথে সাথে গেরুয়া শিবিরের যে আরো অনেক হেভিওয়েট তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছেন, তা নিয়ে এই মুহূর্তে আর কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলের এবং শোনা যাচ্ছে সেই দলেই পড়ছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

শোনা যাচ্ছে, মুকুল রায় তৃণমূলে যোগ দিয়ে ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জির হাতে তাঁদের নামের তালিকা তুলে দিয়েছেন, যারা বিজেপি থেকে তৃণমূলে আসার জন্য প্রস্তুত। তবে সেই তালিকায় রুদ্রনীলের নাম আছে কিনা তা জানা নেই। কিন্তু বেশ কিছুদিন যাবৎ রুদ্রনীল ঘোষকে নিয়ে একটি মিম তৈরি হয়েছে এবং তা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মিমটিতে দেখা যাচ্ছে, বন্ধ দরজার ওপার থেকে রুদ্রনীল ঘোষ ঘরে প্রবেশ করতে চাইছেন। আর এই মিম দেখেই নেটিজেনদের একাংশের মন্তব্য, এবার কি তাহলে গেরুয়া রং ছেড়ে আবার সবুজের দিকে ঘুরতে চলেছেন রুদ্রনীল ঘোষ। যখন বিজেপিতে যোগদান করেছিলেন রুদ্রনীল, তখনও তাঁকে নিয়ে এভাবেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে রুদ্রনীল ঘোষ সম্প্রতি জানিয়েছেন, তিনি বিজেপিতেই থাকছেন। কোথাও যাচ্ছেননা। তবে যারা দল ছেড়ে চলে যাচ্ছেন, তাঁদেরকে তিনি কোনোরকম অসম্মানজনক কথা বলেননি। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, ভবানীপুরের উপনির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী হতে চলেছেন আবার রুদ্রনীল ঘোষ। প্রথমবার রুদ্রনীল ঘোষ অবশ্য দাঁড়িয়ে ভবানীপুরের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে বড় ব্যবধানে হেরেছিলেন। কিন্তু তাতে লড়াইয়ে পিছিয়ে যেতে রাজি নন রুদ্রনীল। তবে ভবানীপুর উপনির্বাচনে তিনি আগামীদিনে প্রার্থী হচ্ছেন কিনা তা নিয়ে অবশ্য গেরুয়া শিবির থেকে কোন নিশ্চিত সংবাদ পাওয়া যায়নি।

কিন্তু ভবানীপুর অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে এরপর যেভাবে ত্রাণ বিলি করতে দেখা গিয়েছে রুদ্রনীলকে। তাতে অনেকেই মনে করছেন, গেরুয়া শিবিরের হয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়তে ভবানীপুরবাসীকে পাশে পেতে রুদ্রনীল কিন্তু কাজ করে চলেছেন। অন্যদিকে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যেভাবে বিজেপি ভেঙে লোকজন তৃণমূলের আসার জন্য রীতিমতো অনুনয়-বিনয় শুরু করেছেন, সেক্ষেত্রে রুদ্রনীল যদি বিজেপি ছেড়ে তৃণমূলে আসেন, তাহলে আশ্চর্য হবার কিছুই নেই। আপাতত রাজনৈতিক মহল ব্যস্ত নেতাদের যাওয়া-আসার হিসেব মেলাতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!