এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > গেরুয়া শিবিরে বড় ভাঙন! দল ছাড়লেন একাধিক নেতা! উঠছে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ

গেরুয়া শিবিরে বড় ভাঙন! দল ছাড়লেন একাধিক নেতা! উঠছে নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ভাঙনের ঘনঘটা গেরুয়া শিবিরে। রাজ্যজুড়ে বিভিন্ন অঞ্চলে এই ভাঙন হচ্ছে। এবার পুরসভা নির্বাচনের আগে আবারও একটি বড় ধাক্কা গেরুয়া শিবিরে। নবদ্বীপে বিজেপির উত্তর মন্ডলের প্রাক্তন সভাপতি কিছুদিন আগেই অনুগামীদের সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। আর এবার বিজেপির নবদ্বীপ দক্ষিণ মন্ডলের সভাপতি শশধর নন্দী পদত্যাগ করলেন। আর তার সঙ্গে দক্ষিণ মন্ডলের মহিলা মোর্চা, কিষান মোর্চা, যুব মোর্চা ও সংখ্যালঘু মোর্চার অধিকাংশ পদাধিকারী নিজেদের পদ ছেড়ে দিলেন। জানা গেছে, সব মিলিয়ে প্রায় আড়াইশো জন নিজেদের পদত্যাগ করে গেরুয়া শিবির ছেড়ে দিলেন।

খুব স্বাভাবিকভাবেই পুর নির্বাচনের আগে এই ধাক্কা বিজেপি কিভাবে সামলাবে তা নিয়ে যথেষ্ট চিন্তিত নেতৃত্ব। নবদ্বীপ দক্ষিণ মন্ডলের মূল কমিটির 15 জন সদস্যের মধ্যে সভাপতি শশধর নন্দীসহ 12 জন সদস্য পদত্যাগ করেছেন। আপাতত বিজেপিতে রয়েছেন মাত্র শুধু দুজন সহ সভাপতি এবং সাধারণ সম্পাদক। অন্যদিকে নবদ্বীপ দক্ষিণ মন্ডলের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ তালুকদার পদত্যাগ করেছেন এবং তার নেতৃত্বেই অধিকাংশ বিজেপি সদস্য চলে এসেছেন। দক্ষিণ মন্ডল মহিলা মোর্চার দুই সাধারণ সম্পাদক বর্ষা ভট্টাচার্য এবং মানসী পালসহ আরো অনেকেই সদস্য পদত্যাগ করেছেন। মহিলা মোর্চার সভাপতি বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই কার্যত দলের সঙ্গে নিজের সম্পর্ক ত্যাগ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রশ্ন উঠছে, যারা পদত্যাগ করলেন তারা কি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিলেন? এ প্রসঙ্গে নবদ্বীপ শহরের বিজেপির দক্ষিণাঞ্চলের নেতা তথা দক্ষ সংগঠক শশধর নন্দী জানিয়েছেন, তাঁরা এই মুহূর্তে কোনো দলের নয়। সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জায়গায় থেকেই কাজ করবেন। তবে বিজেপি কেন ছাড়লেন? তার উত্তরে শশধর নন্দী জানিয়েছেন, প্রতিটি ক্ষেত্রে তাঁদের ওপর মতামত চাপিয়ে দেওয়া হচ্ছিল। আর বারবার বলেও সেই সমস্যার কোনো সমাধান হয়নি।

পদত্যাগকারীরা জানিয়েছেন, কাজ করতে গেলে বিভিন্ন সময় নানান প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে। পুরভোটের আগে যা সমস্যা তৈরি করতে পারে। বিজেপি যেভাবে কাজ করছে তাতে কাজের কোনো সুযোগ নেই বলে জানা গিয়েছে। এদিকে তৃণমূলে এখনো পর্যন্ত পদত্যাগকারীরা না গেলেও আগামী দিনে যে তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ করবেননা এমন কোন নিশ্চয়তা নেই। আর সেক্ষেত্রে তৃণমূল যদি পরিস্থিতি নিজেদের এক্তিয়ারে নিতে পারে, তাহলে কিন্তু কয়েক কদম এগিয়ে যাবে তাঁরা গেরুয়া শিবিরের থেকে এই পরিস্থিতি এখন বিজেপি কিভাবে সামাল দেবে সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!