এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গেরুয়া শিবিরে একের পর এক ধাক্কা তৃণমূলের, চব্বিশের আগেই কি অশনিসংকেত বিজেপির জন্য?

গেরুয়া শিবিরে একের পর এক ধাক্কা তৃণমূলের, চব্বিশের আগেই কি অশনিসংকেত বিজেপির জন্য?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট 200 আসন তো দূর, 77 এই থেমে যেতে হয়েছিল একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে। দেখা গিয়েছিল নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ কেন্দ্রীয় হেভিওয়েট কারোর উপরেই ভরসা রাখেনি বাংলার জনগণ। একুশের বিধানসভা নির্বাচনের পর দু’দফা উপনির্বাচন হয়ে গেল এবং প্রত্যেকটিতেই মুখ থুবড়ে পড়েছে গেরুয়া শিবির। আর এবার ছয় মাসের মধ্যে বিজেপির হাত থেকে চলে গেল আরও দুটি বিধানসভা কেন্দ্র। কার্যত একুশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। শান্তিপুর এবং দিনহাটা এই দুই কেন্দ্র থেকে লড়াইয়ে নেমেছিলেন সেসময় বিজেপির হয়ে জগন্নাথ সরকার এবং নিশীথ প্রামাণিক। জয়ও পেয়েছিলেন তাঁরা। কিন্তু সমস্যা তৈরি হয়েছিল অন্য জায়গায়।

এই দুই প্রার্থী আসলে ছিলেন বিজেপি সাংসদ। নির্বাচনে জয় পেলেও তাঁরা নিজেদের সাংসদ পদ ধরে রাখেন এবং যথারীতি এই দুই কেন্দ্রে উপনির্বাচন অবধারিত হয়ে পড়ে। দিনহাটা, শান্তিপুরের সঙ্গে দ্বিতীয় দফায় উপনির্বাচন হয়েছে খড়দহ এবং গোসাবা কেন্দ্রে। আর আজকে উপনির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গেল এই চারটি বিধানসভা কেন্দ্র থেকে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি। কোথাও লক্ষাধিক ভোটে, আবার কোথাও হাফ লাখ ভোটে গেরুয়া শিবিরকে রীতিমত দুরমুশ করেছে শাসক দল। উপনির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক মন্ডল পেয়েছেন মাত্র 25 হাজার 306 টি ভোট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে সেখানে তৃণমূলের উদয়ন গুহ পেয়েছেন লক্ষাধিক ভোট। অন্যদিকে দেখা যাচ্ছে উপনির্বাচনে মন্ত্রী নিশীথ প্রামাণিকের নিজের বুথেই মাত্র 95 টি ভোট পেয়েছে বিজেপি। সব মিলিয়ে দেখা যাচ্ছে, বিজেপি যে আত্মবিশ্বাস দেখিয়েছিল উত্তরবঙ্গের সংগঠন নিয়ে সেই সংগঠনেও কিন্তু যথেষ্ট ফাটল ধরেছে এবং 24 এর লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের কাছে যা অত্যন্ত বিপদের কথা। গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল 1 লক্ষ 33 হাজার 318 ভোটে জিতেছেন আজ। খড়দাতেও রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় লক্ষাধিক ভোট পেয়েছেন।

যে শান্তিপুরে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তপশিলি ভোটের ওপর ভর করে জয় পেয়েছিলেন একুশের বিধানসভা নির্বাচনে, সেই মতুয়া গড়েও কিন্তু এবার ঘাসফুলের সমাহার। সব মিলিয়ে সময় যত যাচ্ছে, ততই কিন্তু বিজেপির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো কিন্তু 24 এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিয়েছেন। আর সেই লক্ষ্যে এগিয়ে যেতে একের পর এক জয় তৃণমূল শিবিরে যে ব্যাপক শক্তির যোগান দেবে সে কথা নিঃসন্দেহে বলা যায়। এই অবস্থায় গেরুয়া শিবিরের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!