এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গেরুয়া শিবিরের বৈঠকে গিয়ে দলের একাংশের বড়সড় ক্ষোভের মুখে রাজ্য বিজেপি সভাপতি, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে

গেরুয়া শিবিরের বৈঠকে গিয়ে দলের একাংশের বড়সড় ক্ষোভের মুখে রাজ্য বিজেপি সভাপতি, তীব্র চাঞ্চল্য রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের বড়োসড়ো হারের পর এখন একে একে নেতৃত্ত্বের দিকেই অভিযোগের আঙুল তুলছে দলের নিচু তলার নেতাকর্মীরা। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে হুগলি জেলায় গেরুয়া শিবিরের বড়োসড়ো শক্তির বিকাশ ঘটেছিল। কিন্তু বিধানসভা নির্বাচনে সেই শক্তি একেবারেই নিঃশেষ বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। আর এর কারণ হেতু দলের অন্যতম সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন জেলা বিজেপি নেতৃত্বের একাংশ। প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য বিজেপির পক্ষ থেকে দলের বর্তমান পরিস্থিতি সামাল দিতে বৈঠক ডাকা হয়েছে। তার আগে গত শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ হুগলি জেলায় করেছিলেন দলীয় বৈঠক।

আর সেখানেই দিলীপ ঘোষকে দলেরই একাংশের ব্যাপক বিক্ষোভের সামনে পড়তে হয়। কিন্তু রবিবার এমন একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বড়োসড়ো চাঞ্চল্য। যদিও এই অডিও ক্লিপ এখনো পর্যন্ত যাচাই করেনি প্রিয় বন্ধু মিডিয়া। তবে এই অডিও ক্লিপের হাত ধরেই শোনা যাচ্ছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করার পেছনে পূর্ব চক্রান্ত ছিল এবং এই চক্রান্তের জন্য দায়ী করা হয়েছে দলের অন্যতম সাংগঠনিক হুগলী জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগকে। জানা যায়, এই সুবীর নাগের সঙ্গে হুগলি জেলার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের বিবাদ।

অন্যদিকে রবিবার তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে সুবীর নাগ পাল্টা দাবি করেছেন, দলের বড়ো ব্যর্থতা হয়েছে। আর সেটা আড়াল করার জন্য ছোট বিষয়কে সামনে এনে বড় করে দেখানো হচ্ছে। পাশাপাশি তাঁর দাবী অডিও ক্লিপের অপর প্রান্তের গলাটির অধিকারীকেও সামনে আনা উচিত। এবং তাঁর এই দাবি সামনে আসার সাথে সাথেই গেরুয়া শিবিরের অন্দরে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। অন্যদিকে মনে করা হচ্ছে, সুবীর নাগ নাম না করেও তাঁর আক্রমণের মূল লক্ষ্য রেখেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। প্রসঙ্গত, গত শুক্রবার চুঁচুড়ায় বিজেপির জেলা কার্যালয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গিয়েছে, সেই বৈঠকে লকেট চট্টোপাধ্যায়ের পাশাপাশি হাজির ছিলেন দলের রাজ্য সম্পাদক তথা চন্দননগরের বিজেপি প্রার্থী দেবাঞ্জন গুহ। আর সেখানেই দলীয় কর্মীদের ব্যাপক ক্ষোভের মুখোমুখি হন দিলীপ ঘোষ। প্রসঙ্গত ওই বিক্ষোভ থেকে যেরকম বর্তমান জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের অপসরণের দাবি তোলা হয়, ঠিক সেরকমই লকেট চট্টোপাধ্যায় এবং দেবাঞ্জনের বিরুদ্ধেও স্লোগান ওঠে। অন্যদিকে জানা গেছে,  হুগলি জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন দলের অন্যতম নেতা বিষ্ণু চৌধুরীর দিকে। যদিও বিষ্ণু চৌধুরী তাঁর প্রতি ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এখনো পর্যন্ত এই নিয়ে অবশ্য দলের উর্দ্ধতন নেতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

তবে সূত্রের খবর, যে অডিও ক্লিপটি সামনে এসেছে সেখানে দুজন বিজেপির কর্মী বা নেতা আলোচনা করছিলেন দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর বিষয়ে। স্বাভাবিকভাবেই এই ঘটনাটি সামনে আসার সাথে সাথে রাজ্য বিজেপির অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টিও সামনে এসে যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি ইতিমধ্যেই গেরুয়া শিবিরের ভাঙন নিয়ে জল্পনা তুঙ্গে। সব মিলিয়ে গেরুয়া শিবিরের বর্তমান পরিস্থিতি যে মোটেই সুবিধার নয় সেকথা এই মুহূর্তে এক কথায় বলা যায়। রাজনীতির কারবারিরা মনে করছেন, যত তাড়াতাড়ি সম্ভব বিজেপি যদি এই পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে আগামী দিনে তাঁদের জন্য অপেক্ষা করছে আরো বড়সড় বিপর্যয়।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!