এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা এবার দলের বিরুদ্ধেই করলেন বিস্ফোরক অভিযোগ, জল্পনা তুঙ্গে

গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতা এবার দলের বিরুদ্ধেই করলেন বিস্ফোরক অভিযোগ, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ রাজ্যের ভোট দখলে গেরুয়া শিবিরের অন্যতম শক্তি নিম্নবর্ণের ভোট। এসসি, এসটি, মতুয়াদের একাংশের ভোট পেয়ে লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির 2 থেকে 18 য় পৌঁছেছিল বলে মনে করেন বিশেষজ্ঞরা। এবারেও প্রথম থেকে ভাবা হচ্ছিল, গেরুয়া শিবির লোকসভা নির্বাচনের ঢঙেই রাজ্য নির্বাচনী আসর মাত করবে। টেক্কা দেবে তৃণোমূলসহ অন্যান্যদের। 

কিন্তু সময় পেরোতেই বোঝা যায়, বিজেপি শিবিরের আসল সমস্যা। প্রার্থী তালিকা প্রকাশ পেতেই গেরুয়া শিবিরে একের পর এক বিদ্রোহ দেখা দিয়েছে রাজ্যজুড়ে। আর এবার গেরুয়া শিবিরের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করে প্রথম দফা ভোটের আগেই পদত্যাগ করলেন বিজেপির এসসি এসটি সেলের সভাপতি দুলাল বর।

এ প্রসঙ্গে দুলালবাবু জানিয়েছেন, এবারের নির্বাচনে এসসি, এসটিদের একজনকেও ভোটের টিকিট দেওয়া হয়নি। সেই রাগেই তিনি পদ ছাড়লেন। তবে বিজেপি ছাড়বেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত তিনি কিছু জানাননি। যথারীতি দুলাল বরের এই সিদ্ধান্তে গেরুয়া শিবিরের অন্দরেও শুরু হয়েছে গুঞ্জন। একইসাথে চরম অস্বস্তির মুখোমুখি হয়েছে গেরুয়া শিবির। 

এসসি এসটি সেলের সভাপতির পদ থেকে পদত্যাগ করে প্রকাশ্যেই বিজেপি নেতা ক্ষোভ উগড়ে দিয়ে  বিস্ফোরক অভিযোগ করেছেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, এসসি-এসটিদের নির্বাচনে লড়াইয়ে সুযোগ দেওয়া হচ্ছেনা কিন্তু ভোটের বাজারে তাঁদের দেখিয়ে বিজেপি নেতারা ব্যবসা চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরই প্রতিবাদে তিনি পদ ছাড়লেন। প্রসঙ্গত, দুলাল তৃণমূলের টিকিট পাবেননা আশঙ্কা করেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন মুকুল রায়ের হাত ধরে। কিন্তু বিজেপিতে আসলেও তিনি টিকিট পেলেননা। অনেকেই প্রশ্ন তুলেছেন সেই ক্ষোভেরই কি বহিঃপ্রকাশ ঘটালেন দুলাল বর? যদিও দুলাল বর মুখে এধরনের অভিযোগ মানতে নারাজ। 

তবে ভোটের মুখে দুলাল বর যে সিদ্ধান্ত গ্রহণ করলেন, তাতে যে গেরুয়া শিবিরের মুখ পুড়লো, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। প্রার্থী ঘোষণার পর থেকেই দেখা যাচ্ছে বিজেপি শিবিরকে একের পর এক অস্বস্তির সামনে পড়োতে হচ্ছে। প্রথমত রাজ্যজুড়ে চলছে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে প্রকাশ্যে চরম বিদ্রোহ। চাপে পড়ে বহু কেন্দ্রে প্রার্থী বদল করতে হয়েছে বিজেপিকে।

এমনকি বিজেপির কিছু নেতা-নেত্রী টাকা নিয়ে প্রার্থী বাছাই করছেন বলেও অভিযোগ উঠছে বিজেপির অন্দর থেকেই। এমনকি দুলাল বর নিজেও সেই দাবি করেছেন। একইসাথে প্রার্থী ঘোষণার পরেও প্রার্থী পদ ত্যাগ করার ঘটনাও ঘটেছে। যেরকম শিখা মিত্রকে প্রার্থী ঘোষণা করার সাথে সাথেই শিখা মিত্র সংবাদমাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি কোনদিন বিজেপিতে যোগ দেননি। সব মিলিয়ে 21 এর ভোটের আগে কিন্তু একটু একটু করে চাপ বাড়ছে গেরুয়া শিবিরেও। আর এবার দুলাল বরের বিস্ফোরক অভিযোগ যে আগামীদিনে বিতর্কের রেশ আরও বাড়িয়ে দিল, তা অনস্বীকার্য।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!