এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গেরুয়া শিবিরের হিন্দু ভোটে চিড় ধরাতে আসরে এবার অন্য দল, চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে

গেরুয়া শিবিরের হিন্দু ভোটে চিড় ধরাতে আসরে এবার অন্য দল, চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে বদল আনার জন্য রাজ্যের মুখ্য রাজনৈতিক দলের সাথে সাথে আরও বেশকিছু ছোট ছোট রাজনৈতিক দল ভোটযুদ্ধে নামছে। যার ফলস্বরূপ একুশের রাজনৈতিক সমীকরণের বিভিন্ন দিক আলোচনায় উঠে আসছে। এতদিন পর্যন্ত বাংলায় তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম এই চারটি মুখ্য দল নির্বাচনী লড়াইয়ে নেমেছে। কিন্তু এবার একের পর এক বেশ কিছু রাজনৈতিক দল বাংলায় খাতা খুলেছে। যেমন- শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আর এবার হিন্দু সংহতি মঞ্চ। সূত্রের খবর, হিন্দু সংহতি মঞ্চ 2008 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ধীরে ধীরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের শাখা খোলে।

এবং এবার তাঁরা বাংলার বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নামতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, খুব স্বাভাবিকভাবেই এই দলকে নিয়ে এবার বহু সমীকরণ গড়ে উঠবে। আর তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছে, এই হিন্দুত্ববাদী দল কিন্তু বিজেপির অন্যতম চিন্তার কারণ হতে পারে। তার কারণ, এর আগে হিন্দু সংহতি মঞ্চ বিভিন্ন সময় গেরুয়া বিরোধিতা করে এসেছে। সে জায়গায় একুশের বিধানসভা নির্বাচনে যদি এবার হিন্দু সংহতি মঞ্চ অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে বিজেপির হিন্দু ভোটে কিন্তু চির ধরতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, হিন্দু সংহতি মঞ্চ এবারে উত্তরবঙ্গের ৪০ টি এবং দক্ষিণবঙ্গের 130 টি আসনে প্রার্থী দেবে বলে শোনা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, 2019 এ কিন্তু গেরুয়া শিবিরের সঙ্গে হাত মিলিয়ে হিন্দু সংহতি মঞ্চ লড়েছিল। কিন্তু তারপর থেকেই তাঁরা বিজেপিকে ছেড়ে বেরিয়ে গেছে।সেক্ষেত্রে তাঁদের যুক্তি, লোকসভায় যেভাবে বিজেপির সাথে থাকা যায়, বিধানসভা ভোটে কিন্তু তা করা যায়না। পাশাপাশি জনসংহতির প্রেসিডেন্ট দেবতনু ভট্টাচার্য জানিয়েছেন, সাধারণ মানুষকে গেরুয়া শিবির রাজ্যে ক্ষমতায় আসলে দাম দিতে হবে। যথারীতি এই বক্তব্য গেরুয়া শিবিরকে চাপে রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

আর সেক্ষেত্রে রাজ্যের অন্যান্য দলগুলি হিন্দু সংহতি মঞ্চের সঙ্গে সমীকরণ গড়ে তুলতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের অনেকেরই। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচন এই মুহূর্তে মুখ্য হয়ে উঠেছে। রাজ্যের মসনদ দখল করতে এগিয়ে এসেছে ছোট বড় সব দল। তবে ছোট ছোট দলগুলি সেক্ষেত্রে প্রার্থী দিয়ে ভোট কাটাকাটির লড়াইয়ে নামতে চলেছে। তাই যেকোন বড় দলের পক্ষে ছোট ছোট দলগুলি যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!