এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীর মুখ তাহলে কে? কি বলছেন দিলীপ ঘোষ?

গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীর মুখ তাহলে কে? কি বলছেন দিলীপ ঘোষ?


[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের কাছে সবথেকে অস্বস্তির কারণ। বড় অস্বস্তি হলো কারণ, তাঁদের সামনে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কেউ না থাকা। মনে করা হচ্ছে, এদিক থেকে তৃণমূল শিবির বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে। বরাবরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে লড়াইতে নামে ঘাসফুল শিবির। তবে গেরুয়া শিবিরের পক্ষ থেকে আগেও জানানো হয়েছে, নির্বাচনে জেতার পর আলোচনা সাপেক্ষে ঠিক হবে মুখ্যমন্ত্রীর নাম।

তবে একটা সময়ে সৌমিত্র খাঁ জানিয়েছিলেন, দিলীপ ঘোষের হাতেই আগামী দিনে বাংলার দায়িত্ব দেওয়া হবে গেরুয়া শিবির জিতলে। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির পড়ে যায় সেসময় চূড়ান্ত অস্বস্তিতে। কারণ, মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে কোন কথাই আজ পর্যন্ত বলেনি গেরুয়া শিবিরের উচ্চ নেতৃত্ব। তবে এ ব্যাপারে দিলীপ ঘোষ এদিন সংবাদমাধ্যমে সামনে নিজের মত প্রকাশ করেন। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের জনপ্রিয়তার তুলনা টেনে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ খুব স্বাভাবিকভাবেই কটাক্ষ করেন তৃণমূল নেত্রীর প্রতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বাংলার দুর্নীতি নিয়ে আবারো সুর চড়ান রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলে্ন, রাজ্য জুড়ে বর্তমানে প্রত্যেকটি কাজের জন্য তৃণমূলের দালাল কিংবা কাটমানির ব্যবহার হচ্ছে। অন্যদিকে কানাঘুষো শোনা যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির হাইকমান্ড এই মুহূর্তে 6 জনকে বেছে নিয়েছেন। নির্বাচন শেষে গেরুয়া শিবির জয়ী হলে মন্ত্রীর আসনে বসবেন ওই ছয়জনের থেকে বাছাই করা একজন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর তালিকায় কিন্তু নাম রয়েছে দিলীপ ঘোষের।

যদিও তা নিয়ে দিলীপ ঘোষ বা বিজেপির পক্ষ থেকে কেউই কিছু জানাননি। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর ভরসা আছে দলের ওপর। নির্বাচনের পর কী হবে, বা তার জন্য কি অপেক্ষা করে আছে সে দিকেই তিনি নজর রেখেছেন। দিলীপ ঘোষ যে শুধুমাত্র বাংলা জয়ের কান্ডারী হতে চান সেকথাও স্পষ্ট করেছেন এদিন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রথম থেকেই রাজ্যে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হলেন দিলীপ ঘোষ। পরবর্তীতে সে জায়গায় বিজেপির অন্যান্য নেতাদের সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীরা গিয়েও জায়গা দখল করেছেন। সুতরাং বাংলার গেরুয়া শিবির জয়ী হলে মুখ্যমন্ত্রীর আসনে কে বসবে, তা নিয়ে কিন্তু রীতিমতো সাসপেন্স বজায় রয়েছে গেরুয়া শিবির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!