এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া শিবিরের নিশানায় আমির খান, বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপি সাংসদ!

গেরুয়া শিবিরের নিশানায় আমির খান, বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন বিজেপি সাংসদ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি উত্তরপ্রদেশের মত বৃহত্তর রাজ্যে জন্ম নিয়ন্ত্রণ আইন লাগু করার জন্য তৎপরতা গ্রহণ করতে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলোও এই আইন লাগু করার পথে হাঁটা হতে পারে। আর তারপরেই গোটা দেশজুড়ে বর্তমান বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এই আইন লাগু করতে পারে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই জন্ম নিয়ন্ত্রণ আইন নিয়ে যখন চর্চা শুরু হয়েছে, ঠিক তখনই বিশিষ্ট অভিনেতা আমির খানকে আক্রমণ করে বিতর্কিত মন্তব্য করতে দেখা গেল হেভিওয়েট বিজেপি সাংসদ সুধীর গুপ্তাকে। যেখানে সরাসরি আমির খানের মতো লোকেদের জন্যই দেশের জনসংখ্যায় ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করতে দেখা গেল এই বিজেপি নেতাকে। আর তার এই মন্তব্যের জেরেই রীতিমত তোলপাড় হয়ে উঠেছে গোটা দেশ।

সূত্রের খবর, রবিবার বিশ্ব জনসংখ্যা দিবস মন্তব্য করতে গিয়ে রীতিমতো বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ সুধীর গুপ্তা। যেখানে সরাসরি আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে সাড়া ফেলে দেন তিনি। এদিন এই বিজেপি সাংসদ বলেন, “আমির খান প্রথম স্ত্রীকে ছেড়ে দেন। ওদের দুটো সন্তান। কিরণ রাওয়ের সঙ্গে সর্ম্পক ভাঙলেন। তাদের একটি সন্তান। আর দাদুর হওয়ার বয়সে পৌঁছে গিয়ে এখন তিন নম্বর স্ত্রী খুঁজছেন। তাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম বলেছে, যারা বলে ডিম বেচা ছাড়া আর কিছু করার মত বুদ্ধি আমিরের মতো লোকেদের নেই, তারা ঠিকই বলে। দেশ বিভাজনের সময় পাকিস্তান বিস্তীর্ণ জমি পেয়েছে। কিন্তু সেই তুলনায় জনসংখ্যা কম। তারপরেও বিপুল সংখ্যক মানুষকে জোর করে ভারতে ঠেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বিনিময়ে কোনো জমি লেনদেন হয়নি। ভারতের জনসংখ্যা 140 কোটিতে পৌঁছে গিয়েছে। কিন্তু এক ইঞ্চিও ভূখণ্ড বাড়েনি।” তবে জনসংখ্যা নিয়ে মন্তব্য করতে গিয়ে যেভাবে সরাসরি আমির খানের মত বিশিষ্ট অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এই বিজেপি সাংসদ, তাতে তার এই মন্তব্য এখন সমালোচনার বন্যা বইয়ে দিয়েছে গোটা দেশজুড়ে।

ইতিমধ্যেই বিজেপি সাংসদের এই মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ হয়ে উঠেছেন আমির খানের অনুগামী থেকে শুরু করে ভক্তরা। তাদের দাবি, এটাই বিজেপির নীতি। তারা সব সময় সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়। এক্ষেত্রে জন্মনিয়ন্ত্রণ এখনও পর্যন্ত ভারতবর্ষে লাগু করা হয়নি। কিন্তু তার আগেই যেভাবে আমির খানকে এইরকম বিতর্কিত আক্রমণ করা হল, তা যথেষ্ট দুর্ভাগ্যের বলেই মনে করছেন একাংশ। স্বাভাবিকভাবেই বিশিষ্ট অভিনেতাকে নিয়ে বিজেপি সাংসদের এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে এখন ভারতীয় জনতা পার্টি যে যথেষ্ট চাপের মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!