এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > গেরুয়া শিবিরকে ফিরিয়ে দিয়ে কংগ্রেস সভানেত্রীর ভূয়সী প্রশংসা পেলেন এই নেত্রী

গেরুয়া শিবিরকে ফিরিয়ে দিয়ে কংগ্রেস সভানেত্রীর ভূয়সী প্রশংসা পেলেন এই নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে গেরুয়া শিবিরের 147 টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। আর তারপর থেকেই যথারীতি রাজ্যজুড়ে আবারও শুরু হয়ে গেছে গেরুয়া শিবিরের চরম অন্তর্কলহ। তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই রাজ্য জুড়ে দেখা গিয়েছে বিজেপির অশান্তি। সেই অশান্তি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব দফায় দফায় বৈঠক করেও কোনভাবেই রাজ্যের দলীয় পরিস্থিতি সামলাতে পারলেন না বলে মনে করা হচ্ছে। 

অন্যদিকে আজকের প্রার্থী তালিকায় চমক রাখতে বিজেপি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রের নাম রেখেছিল চৌরঙ্গী আসন থেকে। কিন্তু তারপরেই বিজেপির মুখ পড়েছে। এদিকে বিজেপিকে ফেরাতেই শিখা মিত্রর কাছে সোনিয়া গান্ধীর ফোন। এদিন শিখা মিত্র স্পষ্টভাবে জানিয়ে দেন, তিনি কোনোভাবেই বিজেপিতে যাচ্ছেননা এবং প্রার্থী হবার কোন প্রশ্নই উঠছেনা। এবং এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়ে যায় সাথে সাথে রাজনৈতিক মহলের তুমুল চর্চা। 

অন্যদিকে শিখা মিত্র বিজেপিকে প্রার্থীপদ নিয়ে কঠোর মনোভাব দেখাতেই হঠাৎ করেই কংগ্রেস শিবির থেকে সভানেত্রী সোনিয়া গান্ধীর ফোন। সূত্রের খবর, শিখা মিত্রর সাথে প্রায় 15 মিনিট সোনিয়া গান্ধীর কথা হয়েছে। জানা গিয়েছে, শিখা মিত্রর ভূয়সী প্রশংসা করেছেন সোনিয়া গান্ধী। প্রসঙ্গত, সোমেন মিত্র মারা যাওয়ার পর অধীর চৌধুরী হন প্রদেশ কংগ্রেস সভাপতি এবং তারপর থেকেই সোমেন জায়া শিখা মিত্র এবং তাঁর ছেলে কংগ্রেসেই একঘরে হয়ে গিয়েছেন। আর এই নিয়ে তাঁরা চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই সুযোগের সদ্ব্যবহার করতে বিজেপির বিশ্বস্ত সেনা শুভেন্দু অধিকারী মাঠে নেমে পড়েন। গেরুয়া শিবিরের তরফ থেকে শুভেন্দু অধিকারী শিখা মিত্রর সঙ্গে গিয়ে দেখা করেন। কিন্তু দেখা কিংবা শুভেন্দুর বার্তা যে আদৌ কোনো কাজ করেনি, তা আজ পরিষ্কার। শিখা মিত্রর বিজেপির প্রার্থীপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির সমালোচনা। তীব্র কটাক্ষে ভরিয়ে দিচ্ছে বিরোধীরা।

 সোশ্যাল মিডিয়াতেও নানান ব্যঙ্গ-বিদ্রুপ চলছে এই নিয়ে। আজকে বিকেলে 147 টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেখানেই চৌরঙ্গী কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় শিখা মিত্রর নাম। নাম ঘোষণা হবার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দেন, তিনি কোনদিনও বিজেপিতে যোগ দেননি। বিজেপি মিথ্যা গুজব ছড়াচ্ছে। তিনি বিজেপির প্রার্থী হতে চাননা। 

খুব স্বাভাবিকভাবেই এতে গেরুয়া শিবিরের চরম অস্বস্তিতে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই পদক্ষেপের ফলে কংগ্রেসের ঘরে শিখা মিত্রর যে গুরুত্ব বাড়লো তা কংগ্রেস সভানেত্রীর ফোন আসাতেই পরিষ্কার। তবে প্রশ্ন উঠেছে, শিখা মিত্র যে বিজেপিতে নেই সেকথা কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছালো না কেন? সেক্ষেত্রে রাজ্যবিজেপি নেতাদের সাথে কোথাও ফাঁক রয়ে যাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতাদের? বিতর্ক জমে উঠেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!