এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরে বড়োসড়ো ভাঙ্গনের অশনিসংকেত হেভিওয়েট বিজেপি নেতার বার্তায়

গেরুয়া শিবিরে বড়োসড়ো ভাঙ্গনের অশনিসংকেত হেভিওয়েট বিজেপি নেতার বার্তায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ব্যাপক ভাঙ্গন দিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূলের একের পর এক হেভিওয়েট নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক যোগদান করেছিলেন বিজেপিতে। কিন্তু নির্বাচনের ফলাফলে বিজেপির বিপর্যয়ের পর সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলের ফিরে যাবার মনস্থ করেছেন অনেকে। তাই বিজেপিতে যেমন ব্যাপক ভাঙ্গন শুরু হয়েছে, তেমনি উদ্বেগ বাড়ছে বিধায়কদের দলে ধরে রাখাকে কেন্দ্র করে। আর এ প্রসঙ্গেই বড়োসড়ো আশঙ্কার কথা জানাচ্ছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি জানিয়েছেন যে, তাঁদের কাছে খবর আছে, বিজেপির ৭২ জন বিধায়ক তৃণমূলে যোগদান করছেন।

সম্প্রতি, রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য কিছুটা তাচ্ছিল্য করেই তৃণমূলকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে, বিজেপির ৭২ জন বিধায়ক তৃণমূলে যোগদান করছেন। তিনি জানান, যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে চান, তাদের প্রত্যেককে তিনি শুভেচ্ছা জানাচ্ছেন। যেখানে গিয়ে তাঁরা শান্তিতে থাকবেন বলে মনে করেন, সেখানে গিয়ে তাঁরা শান্তিতে থাকতে পারেন। বিজেপি কাউকে জোর করে দলে আনেনি, কারও আঁচল না ধরে নিজের গতিতে দল এগিয়ে গেছে। এক-আধ জন মানুষ যদি দল থেকে চলে যান, তাহলে তা কোন ক্ষতির ব্যাপার নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানান, যারা রাজনীতি করতে বিজেপিতে এসেছেন, তাঁরা সম্পৃক্ত রয়েছেন। তবে, কিছু জায়গাতে ভয় দেখিয়ে, জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। যারা বেসুরো ভাবে কথা বলছেন, তাঁদের মধ্যেও কাজ করছে ভয়। কিন্তু এভাবে কখনোই বিজেপিকে আটকে দেওয়া যাবে না। তিনি জানালেন, নির্বাচনের আগে বহু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এখনো যারা আসেন নি, তাঁরা যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন।

রাজ্যের শাসক দল তৃণমূলকে কটাক্ষ করে তিনি জানালেন যে, তৃণমূল কংগ্রেস অন্যদের নিয়ে তৈরি করা একটি দল। যা কংগ্রেস থেকে জন্ম নেওয়া একটি অশান্ত শিশু। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য তৃণমূলকে তাচ্ছিল্য করে জানিয়েছেন বিজেপির ৭২ জন বিধায়ক তৃণমূলে যোগদান করছেন। তাঁর এই বক্তব্য যদি সত্যি হয়, তবে তা বিজেপির পক্ষে যথেষ্ট বড়োসড়ো ভাঙ্গনের ইঙ্গিত। একসঙ্গে এত জন বিধায়ক যদি তৃণমূলে যোগদান করেন, তবে রাজ্যে সম্পূর্ণ ভেঙে পড়বে বিজেপি। আগামীদিনের দলের অস্তিত্ব রক্ষা করাই দলের কাছে বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!