এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরে এবার আদি-নব্য জুটির তত্ত্বাবধানে দল, সৌজন্যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ

গেরুয়া শিবিরে এবার আদি-নব্য জুটির তত্ত্বাবধানে দল, সৌজন্যে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্য বিজেপির অন্দরে শোনা যাচ্ছিল এবার থেকে রাজ্য বিজেপি সভাপতি এবং বিরোধী দলনেতা দুজনের মধ্যে সমানভাবে ক্ষমতায়ন হবে। এবং এই কথাটা যে কতখানি সত্যি, সেটা গতকাল হেস্টিংসের বৈঠকেই বোঝা গেল। প্রসঙ্গত, বরাবরই গেরুয়া রাজনীতিতে দেখা গিয়েছে সংসদীয় দলনেতার সঙ্গে সাংগঠনিক ক্ষেত্রে সভাপতি সমান মর্যাদা পান। এ ব্যাপারে উদাহরণ হিসেবে ধরে নেওয়া যেতে পারে লালকৃষ্ণ আদবানি এবং অটলবিহারি বাজপেয়ীর সময়কাল। কিংবা হাল আমলের প্রধানমন্ত্রী মোদী এবং জেপি নাড্ডার উদাহরণও দেওয়া যাতে পারে।

সেই অনুযায়ী এবার থেকে রাজ্যেও একইভাবে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে সমান গুরুত্বের অধিকারী হবেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের কার্যকারিণী সমিতির বৈঠক থেকেই শুভেন্দুর গুরুত্ব বৃদ্ধি করা হচ্ছে বলে শোনা যাচ্ছিল। সেই অনুযায়ী গতকালের গেরুয়া শিবিরের হাইভোল্টেজ বৈঠক শেষে বোঝা গেল, আগামী দিনে রাজ্য বিজেপি দিলীপ এবং শুভেন্দুর সমান্তরাল নেতৃত্বে এগিয়ে যাবে। পরিষদীয় ক্ষেত্রে যেমন শুভেন্দু অধিকারীর প্রাধান্য বজায় থাকবে, ঠিক সেভাবেই সাংগঠনিক ক্ষেত্রে দিলীপ ঘোষ মুখ্য ভূমিকা গ্রহণ করবেন। এর আগে বিজেপি কখনো বিরোধী দল হিসেবে গ্রহণযোগ্যতা পায়নি এই রাজ্যে।

সেক্ষেত্রে বরাবরই রাজ্য বিজেপি সভাপতি যাবতীয় ক্ষমতার অধিকারী থাকেন। কিন্তু এবার নবান্নের দখল নিতে না পারলেও বড় সংখ্যার বিধায়ক নিয়ে প্রধান এবং একমাত্র বিরোধীদলের তকমা পেয়েছে বিজেপি। সেক্ষেত্রে বিরোধী দলনেতাকে যে বিশেষ প্রাধান্য দেওয়া হবে তা নিয়ে বিশেষ কিছুই বলার নেই। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরে শুভেন্দু এবং দিলীপ ঘোষের মধ্যে বিরোধিতার কথা। বিশেষত বিধানসভা নির্বাচনে বিজেপি হারের পর শুভেন্দুর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় শিবিরে। বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে এ রাজ্যে। বিশেষ করে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে না জানিয়ে দিল্লি যাত্রা কিংবা রাজভবন সফর নিয়ে বিতর্ক সামনে এসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মঙ্গলবারের বৈঠক থেকে পরিষ্কার এবার আর কোনো বিতর্ককে প্রশ্রয় দিতে রাজি নয় গেরুয়া শিবিরের উচ্চপদস্থ নেতারা। সে ক্ষেত্রে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একে অপরের মর্যাদা রক্ষার সদিচ্ছা বুঝিয়ে দিয়েছেন। একদিকে যখন দিলীপ ঘোষ বৈঠকে জানিয়েছেন যোগ্য বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করার জন্য বদ্ধপরিকর বিজেপি, ঠিক সেভাবেই শুভেন্দু অধিকারীও নতুন বিধায়কদের জন্য প্রশিক্ষণ শিবিরে উদ্বোধনে আহ্বান জানিয়েছেন দিলীপ ঘোষকে। পাশাপাশি দিলীপ ঘোষকে প্রাক্তন বিধায়ক এবং লোকসভার সদস্য হিসেবে একজন প্রশিক্ষক হিসেবে পেতে চেয়েছেন শুভেন্দু অধিকারী বলে জানা গেছে।

অন্যদিকে গেরুয়া সূত্রে খবর, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও চাইছে বাংলায় শুভেন্দু এবং দিলীপের তত্ত্বাবধানে এগিয়ে যাক গেরুয়া শিবির। সেক্ষেত্রে সংগঠন মজবুত হলে আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসা খুব একটা শক্ত ব্যাপার নয় বলেই মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচনের আগে থেকেই গেরুয়া শিবিরে আদি এবং নব্য নেতাদের মধ্যে ব্যাপক বিরোধিতা সামনে এসেছে, যা এখনো বর্তমান। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ একত্রে এই পরিস্থিতি কিভাবে সামলান, সেটাও দেখার। পাশাপাশি দলের ভাঙন রোধে এই দুই নেতার ভূমিকা দেখতে উৎসুক রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!