এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গেরুয়া শিবিরে শুদ্ধিকরণ! মহিলাকে কুপ্রস্তাব দিতেই প্রভাবশালী নেতাকে দল থেকে সরিয়ে দিল বিজেপি

গেরুয়া শিবিরে শুদ্ধিকরণ! মহিলাকে কুপ্রস্তাব দিতেই প্রভাবশালী নেতাকে দল থেকে সরিয়ে দিল বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পশ্চিমবঙ্গের সমস্ত দলগুলি যখন নিজেদের সংগঠন কে মজবুত করার কাজে উঠে পড়ে লেগেছে। তখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে বারবার অন্তর্দ্বন্দ্ব, মতভেদ প্রকাশ্যে এসে পড়ছে। রাজ্যের বেশ কিছু স্থানে বিজেপির অন্তর্কলহ দেখা দিয়েছে, যার ফল ভুগতে হচ্ছে দলকে। সম্প্রতি বিজেপি দলের মধ্যে অন্তর্কলহ দেখা গেল উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরে।যে ব্যারাকপুর অর্জুনগড় হিসেবে সুপরিচিত। মন্ডল বিজেপির সভাপতির পদ থেকে অপসারিত করে দেয়া হলো বিজেপি নেতা অলোক জানাকে।

স্থানীয় সূত্রের খবর, ব্যারাকপুর এলাকায় নতুন ও পুরাতন বিজেপি কর্মীদের-সদস্যদের মধ্যে সম্প্রতি গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। যার ফলে অনেকস্থলেই সমান্তরাল ভাবে বিভক্ত হয়ে পড়েছে বিজেপি শিবির। দুই শিবিরের মধ্যে সর্বদা চলছে মতান্তর, বিক্ষোভ, পাল্টা বিক্ষোভের পালা। বিজেপি দলের এই প্রবল অন্তর্দ্বন্দ্বের ব্যাপারটি নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুনীল সিং একপ্রকার স্বীকার করেই নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, সম্প্রতি বিজেপি দলটির আকারগত বৃদ্ধি ঘটছে, বড় দলের মধ্যে মতভেদ অল্প- বিস্তর দেখা দিতেই পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শেষ পর্যন্ত বিজেপি দলের অন্তর্দ্বন্দ্বের কারণে উত্তর ২৪ পরগনা জেলা বিজেপির নোয়াপাড়ার ৫ নম্বর গ্রামীণ মন্ডল সভাপতি অলোক জানাকে তাঁর পদ থেকে অপসারণ করা হলো। অলোক জানা সম্পর্কে বিজেপির একাংশের অভিযোগ উঠেছে যে, বিজেপির এক মহিলা কর্মীকে কুপ্রস্তাব দান করেছেন তিনি। শুধু তাই নয় তাঁর প্রতি কুরুচিপূর্ণ কথা বার্তাও তিনি ব্যবহার করেছেন।

এসব কারণে নোয়াপাড়া বিজেপির গ্রামীণ মন্ডলের সভাপতির পদ থেকে তাঁকে অপসারিত না করলে, বহু পুরনো বিজেপি সদস্য দল ত্যাগ করবেন বলে সাবধান বাণী দিয়েছিলেন। তাদের এই দাবি মেনেই অলোক জানাকে অপসারণের সিদ্ধান্ত নেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব।

নোয়াপাড়ার ৫ নম্বর গ্রামীণ মণ্ডলের বিজেপি সভাপতি অলক জানার পদচ্যূতির ঘটনার মধ্যে প্রকাশ পাচ্ছে বিজেপির অন্দরের ব্যাপক মতান্তর ও অন্তর্কলহ। তবে গ্রামীণ মন্ডলের অপসারিত সভাপতি অলোক জানা তাঁর বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!