এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গেরুয়া শিবিরে যোগ দিয়ে রুদ্রনীল কি টলিউডের বিরাগভাজন হলেন?

গেরুয়া শিবিরে যোগ দিয়ে রুদ্রনীল কি টলিউডের বিরাগভাজন হলেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান করার পরেও এখনো পর্যন্ত তাঁকে নিয়ে জল্পনা থামার নাম নেই। 2019 এর মাঝামাঝি সময় থেকেই তৃণমূলের সঙ্গে রুদ্রনীলের দূরত্ব বেড়ে উঠেছিল আর এ বছর জন্মদিনের সন্ধ্যায় রুদ্রনীলের বাড়িতে শঙ্কুদেব পান্ডার উপস্থিতি রুদ্রনীলের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনাকে আলাদা মাত্রা দেয়। যথারীতি রাজিব ব্যানার্জি, বৈশালী ডালমিয়া সহ অন্যান্যদের সঙ্গে শনিবার রুদ্রনীল ঘোষও অমিত শাহের বাড়িতে হাতে তুলে নেন গেরুয়া শিবিরের পতাকা। কিন্তু রুদ্রনীল গেরুয়া শিবিরে গেলেও টলিউডে তাঁর যাওয়া যে সবাই ভালো ভাবে মেনে নেয়নি, তা বিভিন্ন ভাবে প্রকাশ পাচ্ছে।

এদিন যেমন টালিগঞ্জের অন্যতম অভিনেত্রী শ্রীলেখা মিত্র একটি মিম শেয়ার করে রুদ্রনীলকে করলেন তীব্র কটাক্ষ। পাশাপাশি লেখিকা তসলিমা নাসরিনের বক্তব্য থেকে উঠে এসেছে রুদ্রনীলের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে বাঁকা কথা। অভিনেত্রী শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়ায় একটি মিম পোস্ট করেন এদিন যেখানে রুদ্রনীলের রাজনৈতিক জীবনের গল্পকে তুলে ধরেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, রুদ্রনীলের প্রথম ছবির নীচে লেখা রুদ্রলাল, পরের ছবিটিতে রুড্রর ছবির নীচে লেখা রুদ্র সবুজ এবং তৃতীয় ছবিতে রয়েছে রুদ্র গেরুয়া লেখা। এই ছবিটি শেয়ার করে শ্রীলেখা মিত্র অবশ্য লিখে দিয়েছেন, ছবিটি সংগৃহীত। রুদ্রনীল ঘোষকে তীব্র কটাক্ষ করে তসলিমা নাসরিন এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একটি লেখা।

এ ব্যাপারে তসলিমা একটি বেসরকারি চ্যানেলের আলোচনায় অংশগ্রহণের পুরনো অভিজ্ঞতা তুলে ধরেছেন। নিজের দীর্ঘ পোষ্টের শেষে তাসলিমা জানিয়েছেন দীর্ঘদিন আগে হওয়া এক আলোচনাতে রুদ্রনীল নাকি দাবি করেছিলেন, নারীরা সমান অধিকার ভোগ করছে। নারী নির্যাতনের ঘটনা আর হয়না। এরপরেই তসলিমা জানিয়েছেন, রুদ্রনীলের মুখে এই কথা শুনে তিনি আর কোন কথা না বলে চুপচাপ রুদ্রর কথা শোনেন। এক্ষেত্রে রুদ্রনীলককে তিনি প্রচণ্ড জ্ঞানী ব্যক্তি বলে অভিহিত করেছেন। বোঝাই যাচ্ছে, এই কথাটি তিনি তীব্র কটাক্ষ সহযোগে বলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি তসলিমা বলেন, তিনি টিকিট কেটে রুদ্রর নাটক আর দেখেননি, ওখানে বসেই দেখেছেন। খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, লেখিকা তসলিমা নাসরিন রুদ্রনীলের বিজেপিতে যাওয়া খুব একটা ভালো ভাবে নিচ্ছেন না। প্রসঙ্গত দলবদলের আগেই নেতাজীর জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

আর সেই ছবিকেই উল্লেখ করে তীব্র কটাক্ষ করেন টলিউডের অন্যতম পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি বর্তমানে রাজনৈতিকভাবে আড়াআড়ি বিভক্ত। সেক্ষেত্রে রুদ্রনীলের গেরুয়া শিবিরে যোগদান নিয়ে সমালোচনা যে হবে, সেকথা বলাইবাহুল্য। তবে রুদ্রনীল যেভাবে একের পর এক দলবদল করে অবশেষে গেরুয়া শিবিরে প্রবেশ করলেন, অনেকেই তা যে ভালো ভাবে নিচ্ছেন না সেকথা বারংবার প্রমাণিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!