এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানিয়ে আজ জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ জানিয়ে আজ জনসভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দক্ষিণ ২৪ পরগনায় রোডশো ও জনসভা করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে কামালগাজি থেকে সোনারপুর পর্যন্ত তিনি রোডশো করতে চলেছেন। অন্যদিকে আজ কুলপির ঢোলায় তিনি জনসভা করতে চলেছেন। আজ দুপুর দেড়টার সময়ে তাঁর জনসভা হবার সম্ভাবনা রয়েছে। কুলপি বিধানসভা কেন্দ্রটি তৃণমূলের হাতে রয়েছে। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে অনেকটা পেছনে ফেলে এগিয়ে গেছে তৃণমূল এই কেন্দ্রে। তবে, সম্প্রতি বিজেপি এখানে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে। এই প্রেক্ষিতে আজ এখানে জনসভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কিছুদিন আগেই কাঁথির জনসভা থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি শুভেন্দু অধিকারীকে। জানিয়েছিলেন, বিশ্বাসঘাতকদের ঝেটিয়ে বিদায় করা হবে তৃণমূল দল থেকে। এমন আওয়াজ তুলতে যাতে শান্তিকুঞ্জ থরথর করে কেঁপে ওঠে। সেদিন যেভাবে তিনি তুই তোকারি ও বাপ তুলে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারীকে, তারপর তাঁকে সমালোচনা করেছেন বহু বিজেপি নেতা। সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারীও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, সাংসদ সুনীল মণ্ডল অভিযোগ করেছেন যে, এক গাড়ি বালি নিয়ে যেতে হলেও ভাইপো ট্যাক্স দিতে হয়। তিনি আরো অভিযোগ করেছেন যে, সরকারি জমি বিক্রি করে দিচ্ছেন তৃণমূলের নেতারা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলা ভাষার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জনসভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কি বক্তব্য রাখেন? সেদিকে দৃষ্টি রয়েছে সকলের।

অন্যদিকে, নদীয়া জেলার রানাঘাটে বিজেপি ও সিপিএমের মধ্যে ভাঙ্গন দেখা দিল। বিজেপি, সিপিএম থেকে আড়াইশো জন কর্মী যোগদান করলেন শাসকদল তৃণমূলে। বিজেপির পঞ্চায়েত সদস্যও যোগদান করেছেন তৃণমূলে। বিজেপি থেকে ১৫০, সিপিএম থেকে ১০০ জন যোগদান করেছেন তৃণমূলে। তৃণমূলে যোগদান করে তাঁরা জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক কাজে অনুপ্রাণিত হয়ে তাঁরা তৃণমূলে যোগদান করেছেন। তবে, বিজেপি ও সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তৃণমূলে যোগদান কারী ব্যাক্তিরা অনেকদিন আগেই দলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!