এখন পড়ছেন
হোম > জাতীয় > গেরুয়া শিবিরে বিঁধছে মুকুল কাটা?মুকুল দল ছাড়তেই গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে

গেরুয়া শিবিরে বিঁধছে মুকুল কাটা?মুকুল দল ছাড়তেই গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ থেকেই বঙ্গ বিজেপিতে যেন পড়েছে শনির দৃষ্টি। নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর দলের একাধিক হেভিওয়েট দল ছাড়তে শুরু করেছেন। এছাড়া দলের গোষ্ঠী কোন্দল তীব্র আকার ধারণ করেছে। এই আবহে গতকাল এক জরুরি বৈঠকের আয়োজন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে এক জরুরি বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অন্যান্যেরা। বিধানসভা নির্বাচনের পর রাজ্য বিজেপির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিশেষভাবে আলোচনা করা হলো।

বঙ্গ বিজেপির কেন এমন অবস্থা হয়েছে? দলের সাম্প্রতিক পরিকল্পনা সমস্ত বিষয় নিয়ে দলের সর্বভারতীয় সভাপতির কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী। এদিকে গতকালের বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের কাজের পর্যালোচনা করলেন। করোনার কারণে দীর্ঘ সময় ধরে মন্ত্রিসভার রদবদল বা সম্প্রসারণ সম্ভব হয়নি। এবার, তাই মন্ত্রিসভার সম্প্রসারণের একটা বড় সম্ভাবনা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে আগামী বছর উত্তর প্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। দিনে দিনে উত্তরপ্রদেশে যেভাবে কোণঠাসা হয়ে পড়েছে যোগী সরকার, তা যথেষ্ট ভাবাচ্ছে শীর্ষ নেতৃত্বকে। এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলে। আবার বাংলাকে নিয়ে চিন্তা ভাবনা আছে বিজেপির শীর্ষ নেতৃত্বের। রাজ্য বিজেপিকে সন্তুষ্ট করতে বেশকিছু বিজেপি সাংসদকে মন্ত্রিসভায় আনার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেই সৌমিত্র খাঁ, অর্জুন সিং, নিশীথ প্রামানিক প্রমুখরা দিল্লিতে এসে বৈঠক করে গেছেন। তাঁদের মন্ত্রিসভায় আনার একটা সম্ভাবনা রয়েছে।

এছাড়া একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় বিশেষ কিছু বর্ণ বা জাতির প্রতিনিধিদের ওপর গুরুত্ব বাড়তে পারে, তাঁদের আনা হতে পারে মন্ত্রিসভায়। ফলে একাধিক নতুন মুখ মন্ত্রিসভায় স্থান লাভ করতে পারেন। জানা গেছে, দুডজনের বেশি পদ শূন্য রয়েছে। এই সমস্ত পদে নতুন মুখ আনার সম্ভাবনা রয়েছে। আবার দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়েও গতকালের বৈঠকে বিশেষ আলোচনা চলে। আগামী একুশে জুন থেকে সমস্ত দেশের নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া নিয়েও গতকালের বৈঠকে আলোচনা চলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!