এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের ঝান্ডা ধরে ‘ইনকিলাব জিন্দাবাদ’, ধমক খেতেই বদলে গেল ‘বন্দে মাতরমে’- জোর শোরগোল!

তৃণমূলের ঝান্ডা ধরে ‘ইনকিলাব জিন্দাবাদ’, ধমক খেতেই বদলে গেল ‘বন্দে মাতরমে’- জোর শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে বাংলার রাজনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র 2021 এর বিধানসভা নির্বাচনকে ঘিরেই হয়ে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দেখা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন মতাবলম্বী রাজনৈতিক শিবিরগুলি ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে নিজেদের ঘর গোছানোর সাথে সাথেই চলছে অন্যের ঘর থেকে লোক নিয়ে আসা। সম্প্রতি দেখা যাচ্ছে, তৃণমূল শিবিরে বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের যোগদান করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

বিজেপি শিবির থেকে যেরকম দলবদল হচ্ছে সেরকমই রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিএম থেকেও তৃণমূল শিবিরে প্রবেশ করছে। সূত্রের খবর, সম্প্রতি আসানসোলের জামুরিয়া এলাকায় সিপিএম ও বিজেপি থেকে ব্যাপক সংখ্যায় সদস্য দলবদল করে তৃণমূলে প্রবেশ করল। আর এই দলবদল এর মঞ্চ থেকে যেভাবে পুরনো দলের স্লোগান সমোচ্চারে বলে উঠলেন দলবদলকারী বাম সর্মথকরা, তা নিয়ে রীতিমত গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সম্প্রতি আসানসোলের জামুড়িয়ার 9 নম্বর ওয়ার্ডের শিবডাঙ্গা এলাকায় সিপিএম ও বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে জানা গেছে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানান আসানসোলের মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি এবং এসবিএসটিসির চেয়ারম্যান তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এই অনুষ্ঠানে এদিন আসানসোলের মেয়র ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলে বিভিন্ন কথা বলেন বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে যে ঘটনা নিয়ে এত সমালোচনা, সেটি হলো জামুরিয়া বরাবর লাল দুর্গ বলেই পরিচিত ছিল। সিপিএমের দখলে থাকা এই বিধানসভার প্রাক্তন কমরেডরা যোগদান করেন এদিন তৃণমূলে। তবে তৃণমূলে যোগদান করে দলীয় পতাকা হাতে তুলে তাঁদের মুখ থেকে শোনা যায় স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’। যা চিরপরিচিত বাম দলের স্লোগান হিসেবে রাজনীতিতে। এরপরেই মঞ্চে থাকা তৃণমূল সদস্যরা যথেষ্ট তৎপর হন। তারপরেই প্রাক্তন বাম কমরেডদের স্লোগান বদলে যায় ‘বন্দেমাতরম’ এ।

অন্যদিকে সিপিএমের দখলে থাকা জামুরিয়া বিধানসভায় একগুচ্ছ প্রাক্তন সিপিএম কমরেড তৃণমূলে যেভাবে যোগদান করেছেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, জামুরিয়া অঞ্চলে যেভাবে দলবদল হল ব্যাপক মাত্রায় সিপিএম এবং বিজেপি থেকে, তাতে এলাকায় তৃণমূলের যে রাজনৈতিক শক্তি বৃদ্ধি পেলো তা নিয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধীরে ধীরে হলেও সংগঠন জোরদার করার কাজে নেমেছে বর্তমান শাসক দল। তবে 2021 এর বিধানসভা নির্বাচনের মসনদ দখল করবে কোন রাজনৈতিক দল তা নিয়েই এখন সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!