এখন পড়ছেন
হোম > জাতীয় > ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিশেষ পদক্ষেপ তৃণমূলের, সমস্যার সমাধানের আশায় আমজনতা

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিশেষ পদক্ষেপ তৃণমূলের, সমস্যার সমাধানের আশায় আমজনতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের যে সমস্যা গুলি দশকের পর দশক ধরে ভোগাচ্ছে মানুষকে, তার মধ্যে অন্যতম হলো ঘাটাল মাস্টার প্ল্যান। এই প্ল্যান সম্পন্ন না হবার কারণে প্রতিবছর বন্যায় প্লাবিত হতে দেখা যায় দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাকে। বন্যায় প্লাবিত হয়ে প্রবল সমস্যার মুখে পড়তে হয় মানুষকে। ঘাটাল মাস্টার প্লানের দাবি রয়েছে দীর্ঘদিন ধরে। কংসাবতী, শিলাবতী, ক্ষিরাই, কেলেঘাই, কপালেশ্বরী নদীকে নিয়ে এই মাস্টার প্লানের কথা। কিন্তু বছরের পর বছর অতিক্রান্ত হলেও ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত গ্রহণ করা হয়নি।

রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কারণে ঘাটাল মাস্টার প্ল্যান এখনো গ্রহণ করা সম্ভব হয়নি। তাই এবার মাস্টার প্ল্যান নিয়ে বড়সড় পদক্ষেপ নিল রাজ্যের শাসক দল তৃণমূল। আজ বিকেলে রাজ্যের সেচ মন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামীকাল নীতি আয়োগ ও কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবে এই প্রতিনিধিদল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত, অর্থের অভাবের কারণে ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত বাস্তবায়িত করা সম্ভব হয়নি। তবে মুখ্যমন্ত্রী এবার উদ্যোগ নিয়েছেন, দ্রুত এই সমস্যা সমাধানের। এ কারণে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রর নেতৃত্বে এই প্রতিনিধি দল। যে দলে রয়েছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া, তৃণমূল সাংসদ দেব সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

এ প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জানালেন যে, গত চার দশক ধরে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর মূল কারণ হলো অর্থের অভাব। মুখ্যমন্ত্রী বহুবার কেন্দ্রীয় সরকারের কাছে এ জন্য দরবার করেছেন। কিন্তু কোন লাভ হয়নি। নীতিগতভাবে কেন্দ্রীয় সরকারের যে আর্থিক সাহায্য করা দরকার, তা না করার ফলে প্রকল্পর বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর ফলে দুই মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা প্রতিবছর জলমগ্ন হয়ে পড়ছে। ঘরবাড়ি, সম্পত্তির ক্ষয়ক্ষতি যেমন হচ্ছে, তেমনি চাষাবাদ ব্যাহত হচ্ছে। বন্যা দুর্গত হয়ে দিন কাটাতে হচ্ছে মানুষকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!