এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঘাটাল মাষ্টার প্ল্যান নিয়ে আজ প্রকাশ্যে কেন্দ্রের বিরদ্ধে তোপ দাগলেন মমতা ব্যানার্জ্জী

ঘাটাল মাষ্টার প্ল্যান নিয়ে আজ প্রকাশ্যে কেন্দ্রের বিরদ্ধে তোপ দাগলেন মমতা ব্যানার্জ্জী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক দিনের বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। বৃষ্টি যত বেড়েছে, ততই মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে দু’একদিন বৃষ্টি না হলেও জমা জলের হাত থেকে এখনো মুক্তি মেলেনি বিভিন্ন জায়গায়। আর সেরকমই একটি জায়গা হল ঘাটাল। কয়েক দিনের বৃষ্টিতে ভয়ংকর বন্যা পরিস্থিতি ঘাটালে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, জলবন্দী মানুষদের উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই। এই অবস্থায় আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান। রীতিমতো বন্যার জলে দাঁড়িয়ে তিনি সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা চালান।

সেই সময় তৃণমূল নেত্রীর পাশে সাংসদ দেব, জুন মালিয়া ও সমস্ত দপ্তরের নেতা মন্ত্রী ছিলেন। উপস্থিত ছিলেন স্থানীয় জেলা তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে কেন্দ্রীয় সরকারকে দায়ী করে রীতিমতো তোপ দাগেন আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র সমালোচনা করেন তিনি কেন্দ্রের। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেছেন, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বহুবার কেন্দ্রের কাছে আবেদন করা সত্বেও কেন্দ্র ঘাটাল মাস্টারপ্ল্যানের অনুমোদন দিচ্ছেনা। প্রসঙ্গত কিছুদিন আগেই সাংসদ দেবও ঘাটাল পরিদর্শনে গিয়ে ঠিক একথাই বলেছেন। মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরী না হলে ঘাটালকে কোনভাবেই প্রত্যেক বছর বন্যার হাত থেকে বাঁচানো যাবেনা।

তবে মুখ্যমন্ত্রী সাংসদ দেব এবং সেচমন্ত্রী মানুষ ভুঁইয়াকে নির্দেশ দিয়েছেন দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পুরো বিষয়টি নিয়ে আলোচনা চালানোর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি নিজেও ঘাটাল নিয়ে কেন্দ্রকে রিপোর্ট পাঠাতে চলেছেন। তবে শুধু ঘাটাল নয়, সুন্দরবন এবং দীঘা সমুদ্র সৈকত বাঁচাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, আর তাই নিয়েই এবার কেন্দ্রের কাছে রিপোর্ট জমা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যদিকে সূত্রের খবর, ঘাটালের পরিস্থিতি হেলিকপ্টারেও পর্যবেক্ষণ সারেন তৃণমূল নেত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই মুখ্যমন্ত্রী জানান, তিনি বিস্তারিতভাবে আকাশপথে বন্যা পরিস্থিতির ছবি তুলেছেন। এরপর কলকাতায় ফিরে গিয়ে তিনি রিপোর্ট তৈরি করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রাজ্য প্রশাসনগুলিকে সঠিকভাবে কাজ করার। কার্যত মানুষ যাতে সঠিকভাবে ত্রাণ পায়, সেদিকে নজর রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তবে ঘাটাল নিয়ে যেভাবে মুখ্যমন্ত্রী আজকে প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেন তা যথেষ্ট চাঞ্চল্যকর।

কিছুদিন আগেই ঘাটালের সাংসদ দেব বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী জায়গায় না বসা পর্যন্ত ঘাটাল মাস্টারপ্ল্যান হবেনা। কার্যত সাংসদ দেবের অভিযোগের তীর যে কেন্দ্রের দিকে ছিল তা বলার অপেক্ষা রাখেনা। এই অবস্থায় আজকে মুখ্যমন্ত্রীর অভিযোগের ফলে কেন্দ্রীয় সরকার এবার কোনো পদক্ষেপ গ্রহণ করে কি না সে দিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!