এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ঘোর বিপাকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জারি গ্রেফতারি পরোয়ানা,

ঘোর বিপাকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জারি গ্রেফতারি পরোয়ানা,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং বিতর্ক বর্তমানে পশ্চিমবঙ্গে সমার্থক হিসেবে কাজ করে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিভিন্ন সময় দিলীপ ঘোষ বিতর্ক তৈরি করেন তার বিবৃতিতে। যার ফলে বাংলার রাজনৈতিক মহলে বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে এসেছেন বিরোধীরা। কোনো কোনো সময় তো তাঁর নিজের দলকেই অস্বস্তির মুখে পড়তে হয়। কিন্তু এবার বিতর্কের জেরে রীতিমতো আইনি গেরোয় ফাঁসলেন দিলীপ ঘোষ। এই নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাঞ্চল্য। বছরখানেক আগে দিলীপ ঘোষের বিরুদ্ধে পুলিশকে নিয়ে আপত্তিজনক মন্তব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াল এবার রায়নার সেহারাবাজার পুলিশ ফাঁড়ির এক পুলিশকর্মী।

আর ঐ পুলিশকর্মীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আপত্তিকর এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। সূত্রের খবর, গত বছর চৌঠা নভেম্বর বর্ধমানের রায়না এলাকার একটি সভায় যান বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং সেইসাথে তিনি পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উক্ত অনুষ্ঠানে। তিনি দাবি করেন ওই সভায়, রাজ্যের পুলিশকর্মীরা দুর্নীতিতে ডুবে আছে। টাকা না দিলে পুলিশের চাকরি যেমন পাওয়া যায়না, সেরকম প্রমোশনও পাওয়া যায়না। এসপি থেকে ওসি প্রত্যেককেই টাকা তুলতে হয় এবং সেই টাকা তৃণমূলের পার্টি অফিসে পাঠানো হয়।

এই বিতর্কিত মন্তব্যের জন্য রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ বর্ধমান আদালতের। এদিন মামলাকারী পুলিশকর্মী অভিযোগ করেছেন, দিলীপ ঘোষের মন্তব্য পুলিশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে সাধারণ মানুষের মনে। পুলিশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে জনমানসে এবং পুলিশের মনোবলে চিড় ধরেছে। আর সেই পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতেই দিলীপ ঘোষের বিরুদ্ধে এবার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মামলার চার্জশিট পেশ করে পুলিশ। আদালতে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কথা বলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুক্রবার সেই আবেদন মঞ্জুর করেছে বর্ধমান আদালত। যদিও এই গ্রেপ্তারি সম্ভাবনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন রাজ্য বিজেপি সাংসদ। তাঁর মতে, বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। তবে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি অবশ্যই আদালতে গিয়ে জামিনের আবেদন জানাবেন। এর আগেও দিলীপ ঘোষ একাধিকবার রাজ্যের পুলিশ কর্মীদের বিরুদ্ধে তীব্র বিষোদগার করেছেন। একাধিকবার তিনি রাজ্য পুলিশকে তৃণমূলের দলদাস বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

এমনকি ক্ষমতায় আসার পর রাজ্য পুলিশকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সহ বিজেপির বিভিন্ন নেতারা। আর এবার স্বয়ং রাজ্য বিজেপি সভাপতি বিতর্কিত মন্তব্যের জন্য বিপাকে পড়লেন বলে মনে করা হচ্ছে। যদিও দিলীপ ঘোষের বিরুদ্ধে এখনো কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তবে দিলীপ ঘোষের বিতর্ক সূচক মন্তব্যের ফলেই যে এই বিপর্যয় নেমে এসেছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!