এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “ঘরে কিন্তু মা বোনেরা আছে, ভেবে চিন্তে ভোট দিস।” তৃণমূল প্রার্থীর প্রচারে বিতর্ক তীব্র রাজনীতি মহলে

“ঘরে কিন্তু মা বোনেরা আছে, ভেবে চিন্তে ভোট দিস।” তৃণমূল প্রার্থীর প্রচারে বিতর্ক তীব্র রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হল কৃষ্ণনগর উত্তর কেন্দ্রটি। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। আর তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সম্প্রতি ভোটের প্রচারে বেরিয়ে তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন।

যেখানে তাঁকে বলতে শোনা গেছে, “ঘরে কিন্তু মা বোনেরা আছে, ভেবে চিন্তে ভোট দিস।” তাঁর এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। তবে, অভিনেত্রীর দাবি উত্তরপ্রদেশ, বিহারের নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।

সম্প্রতি ভোট প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায় মন্তব্য করেছেন, “ঘরে কিন্তু মা বোনেরা আছে, ভেবে চিন্তে ভোট দিস।” তাঁর এই বক্তব্যের ভিডিও নিমিষের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই শুরু হয়েছে তীব্র বিতর্ক তৃণমূল ও বিজেপি শিবিরে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভোটের প্রচারে বেরিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন তিনি। তাঁদের উস্কানি ও হুমকি দিচ্ছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তীব্র বিতর্কের পর এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে তিনি জানিয়েছেন যে, তাঁর বক্তব্যের কিছুটা অংশ কেটে নিয়ে তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। পুরো ভিডিও না দেখিয়ে একটি অংশ কেটে নিয়ে তা ভাইরাল করা হয়েছে। তিনি জানিয়েছেন, বিহার, উত্তরপ্রদেশের নারী নির্যাতনের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি অভিযোগ করেছেন, বিজেপি শাসিত বিহার, উত্তর প্রদেশে মেয়েদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে তিনি এই মন্তব্য করেছেন। এর মধ্যে দিয়ে কোন উস্কানি বা হুমকি দেন নি তিনি। তবে, ভোটের প্রচারে বেরিয়ে ধরনের মন্তব্য একজন প্রার্থীর পক্ষে কতটা শোভনীয়? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!