এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ঘোষণা হল বিজেপির প্রার্থী তালিকা, জেনে নিন

ঘোষণা হল বিজেপির প্রার্থী তালিকা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এর আগে দুই দফায় রাজ্যের চার দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল ভারতীয় জনতা পার্টি। তবে সেই প্রার্থী তালিকা ঘোষণা করার পর অনেক প্রার্থী নিয়ে তৈরি হয়েছিল অসন্তোষ। কর্মী-সমর্থকদের বিদ্রোহ সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছিল ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের নেতৃত্বদের। আর তারপরেই কেন্দ্রের পক্ষ থেকে রাজ্য নেতাদের ডেকে পরবর্তী প্রার্থী তালিকা নিয়ে শুরু হয়েছিল বৈঠক। কাকে কোথায় প্রার্থী করলে বিদ্রোহ সামাল দেওয়া যাবে, তা নিয়ে রাতভর বৈঠক করতে দেখা গেছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। অবশেষে আজ বাকি চার দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ বৃহস্পতিবার নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তর থেকে বাংলার 148 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়‌। যার মধ্যে যেমন রয়েছে অনেক তারকা প্রার্থী, ঠিক তেমনই রয়েছেন অনেক হেভিওয়েট রাজনীতিবিদ। চিকিৎসক থেকে শুরু করে বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষের উপস্থিতি এই প্রার্থী তালিকায় চোখে পড়ার মত। শুধু তাই নয়, প্রায় 11 বছর পর নির্বাচনে লড়ছেন তৃণমূলের প্রাক্তন সেকেন্ড-ইন-কমান্ড তথা বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। জানা গেছে, তাকে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। এছাড়াও রাহুল সিনহা থেকে শুরু করে রাজু বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে পার্নো মিত্রের মত অভিনেতা-অভিনেত্রীদের জায়গা দিয়েছে গেরুয়া শিবির। স্বাভাবিক ভাবেই বিজেপির প্রার্থী তালিকা নিয়ে এখন নানা মহলে শুরু হয়েছে গুঞ্জন।

একাংশ বলছেন, নির্বাচনের ক্ষেত্রে লড়াই যদি হাড্ডাহাড্ডি হয়, তাহলে যোদ্ধা কারা হবে, তার দিকে সকলের নজর থাকে। তৃণমূল কংগ্রেস নির্বাচন ঘোষণা হওয়ার সাত দিনের মাথায় তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে বিজেপি কেন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না, তা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছিল। এমনকি বিজেপির লোক নেই, তাই সাংসদদের প্রার্থী করতে হচ্ছে বলেও কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস। আর এবার অবশেষে রাজ্যের বাকি থাকা 148 টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল ভারতীয় জনতা পার্টি। তবে উত্তরবঙ্গের বালুরঘাট সহ কয়েকটি আসনে প্রার্থী তালিকা কেন এখনও পর্যন্ত ঘোষণা হল না, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!