এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > ঘোটের মুখে বাম-কংগ্রেস জোট

ঘোটের মুখে বাম-কংগ্রেস জোট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেস এ রাজ্যে তেমন দাগ কাটতে পারেনি। অন্যদিকে শুন্য হাতে ফিরতে হয়েছিল বাম শিবিরকে। এরপর আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করার কথা ঘোষণা করেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। দুদলের জোটের প্রস্তাব প্রথম দিয়েছিলেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এরপর যত দিন যায়, ততই দুদলের জোট গঠনের কাজ এগোতে থাকে।

বাম ও কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেই জোট গঠনের ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়েছে। জোট ঘোষণা যখন প্রায় পাকাপাকি, তখনই দেখা যাচ্ছে জট। প্রথমত, জোট প্রার্থী হিসেবে কংগ্রেসের বেশকিছু নেতা দাবি করেছেন অধীর চৌধুরীকে। আবার দুদলের আসনরফা নিয়ে বৈঠকের পূর্বেই মালদা, মুর্শিদাবাদ সহ বেশকিছু জেলায় অধিক আসন দাবি করেছেন কংগ্রেসের কিছু নেতা। তাই জোটের মুখে ঘোটের সম্ভাবনা দেখা দিচ্ছে।

প্রথমত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের পূর্বেও জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছিল দুই দল। কিন্তু রায়গঞ্জ, মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় কংগ্রেসের অধিক আসন নিয়ে একগুঁয়ে দাবির ফলে শেষ পর্যন্ত ভেঙে যায় জোট গঠন পক্রিয়া। এবার, আবার সিঁদুরে মেঘ দেখা দিতে শুরু করেছে। প্রসঙ্গত, একদিকে যেমন জোটের প্রার্থী হিসেবে অধীর চৌধুরীর দাবি করা হয়েছে। তেমনি মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মতো বেশ কিছু জেলায় ৮০ শতাংশেরও বেশি আসন দাবি করেছেন কংগ্রেস নেতৃত্বের একাংশ। পুরুলিয়া জেলায় ১০০% আসন দাবি করেছেন কিছু কংগ্রেস নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, চূড়ান্ত আলোচনার পূর্বে জোটের মুখ হিসেবে অধীর চৌধুরীর নাম দাবি করে ও কিছু জেলায় অধিক আসন দাবী করে বাম নেতৃত্বকে চাপে রাখতে চাইছে কংগ্রেস নেতৃত্ব। আসন নিয়ে দর কষাকষিতে সুবিধা করতে চাইছে কংগ্রেস। এ প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানালেন যে, মুর্শিদাবাদ, মালদহ কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। তাই কংগ্রেস বেশি আসন দাবি করতেই পারে।

তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। বাম পরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী এ প্রসঙ্গে জানিয়েছেন যে, এ বিষয় নিয়ে আলোচনা চলছে দুদলের। অতিরিক্ত উৎসাহী হয়ে কেউ কেউ এ বিষয়ে আগাম চিন্তাভাবনা করতে শুরু করেছেন। তবে, প্রকাশ্যে এ নিয়ে কথা বলতে চান না তিনি। প্রসঙ্গত, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোট বিষয় নিয়ে আলোচনায় বসতে চলেছে বাম ও কংগ্রেস নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!