এখন পড়ছেন
হোম > জাতীয় > অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে ভারতকে গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব করে তুলতে বিশেষ পদক্ষেপ মোদির

অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে ভারতকে গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব করে তুলতে বিশেষ পদক্ষেপ মোদির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে এবং লকডাউনের কারণে ভারতের অর্থনীতির ব্যাপক পতন ঘটে। শেষ ত্রৈমাসিকে জিডিপির ব্যাপক পতন সেদিকেই ইঙ্গিত করেছে। কিন্তু ভারতে বর্তমানে করোনা পরিস্থিতি খুব ধীরে ধীরে হলেও স্বাভাবিক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে ভারতীয় জনগোষ্ঠী নিউ নর্মাল লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই এবার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে ভারতীয় অর্থনীতিকে আবার দাঁড় করানোর। আর সেক্ষেত্রে বিনিয়োগের ওপরেই জোর দেওয়া হচ্ছে প্রবলভাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে ভারত সরকারের সব থেকে বেশি চিন্তার কারণ অর্থনীতির ব্যাপক পতন।

কিছুদিন আগেই আরবিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও জিডিপির ব্যাপক পতন বহাল থাকবে। অন্তত 8.6% জিডিপি নামতে পারে বলে মনে করা হচ্ছে। ঠিক এই সময় এবার ভারতীয় অর্থনীতিকে তুলে ধরার দায়িত্ব নিয়ে কাজে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। তিনি বার্তা দিয়েছেন, ভারতকে গ্লোবাল ইনভেসমেন্ট হাব হিসেবে তৈরি করা হবে। বুধবার সকালে তিনি সর্বস্তরে জানিয়েছেন, ভারতের বর্তমান পরিকাঠামো বিনিয়োগকারীদের জন্য অনুকূল। কাজেই ভারতে যেন বিনিয়োগ করা হয়। এ ব্যাপারে তিনি বার্তা দিয়েছেন এদিন টুইটারে।

টুইটারে একটি ভিডিও শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিডিওতে করোনা পরবর্তী দিনগুলি ভারতবাসীরা কিভাবে কাটাবেন, সে প্রসঙ্গে একটি নকশা তুলে ধরেন। আর এই প্রসঙ্গে তিনি বলেছেন, “একটি স্মার্ট সম্ভাবনাময় শহর তৈরি করতে প্রযুক্তির কোনও জুড়ি নেই। প্রযুক্তির দ্বারাই একটি শহরে কানেক্টেড কমিউনিটি বা সংযুক্ত গোষ্ঠী তৈরি হয়, এমন একটি ব্যবস্থার দিকেই আমরা তাকিয়ে রয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিকিকিনির হরেক জিনিস এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে আমাদের তৈরি থাকতে হবে এমনই ব্যবস্থার জন্য যেখানে মিলেমিশেই থাকবে ফিজিক্যাল এবং ডিজিটাল কেনাবেচার পরিসর।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর তিনি স্মার্ট সিটিগুলির হাল-হকিকত তুলে ধরেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ডিজিটাল ইন্ডিয়া এবং স্টেট অফ ইন্ডিয়া নামক প্রকল্প গুলি তৈরি হয়েছে যাতে ভারতের বিভিন্ন শহর প্রযুক্তির হাত ধরে উচ্চাসন লাভ করতে পারে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, 100 টি স্মার্ট সিটি ইতিমধ্যে বেছে নিয়ে একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, যেখানে দেখা গিয়েছে দু লক্ষ কোটি টাকার প্রকল্প তৈরি হয়েছে এবং যেখানে এবার তথ্যপ্রযুক্তিকেন্দ্রিক শহর গড়ে তোলা যায়। ইতিমধ্যে বিভিন্ন শহরে ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার তৈরি হয়েছে, যেগুলি করোনা পরিস্থিতিতে ভীষণভাবে কাজে আসছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনিয়োগকারীদের উদ্দেশ্যে জানান, উন্নয়ন, উদ্ভাবন এবং পরিকাঠামোর ভিত্তিতে যদি কেউ বিনিয়োগ করতে ইচ্ছুক হয় তাহলে সবথেকে অনুকূল এবং গণতান্ত্রিক পরিস্থিতি তৈরি এইমুহুর্তে ভারতে। ভারত সরকারের পক্ষ থেকে দেশকে গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে প্রবলভাবে আর তাই সেখানে বিনিয়োগকারীদের স্বাগত জানাচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে চরম বিপর্যয়ের মুখে।

আর সেখান থেকে বেরোতে প্রয়োজন সঠিক মূল্যায়ন এবং পরিকল্পনার। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী যেভাবে ভারতকে গ্লোবাল ইনভেস্টমেন্ট হাব হিসেবে পরিচয় করাচ্ছেন বিশ্ব দরবারে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। তবে বিনিয়োগ আসলে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি যে ঘুরে দাঁড়াবে সে ব্যাপারে 100% নিশ্চিত বিশেষজ্ঞ মহল। আর তাই প্রধানমন্ত্রী মোদির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভারতীয় অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!