এখন পড়ছেন
হোম > জাতীয় > উৎসবের মরশুমে অনলাইন পণ্যের চাহিদা তুঙ্গে? ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি? জেনে নিন

উৎসবের মরশুমে অনলাইন পণ্যের চাহিদা তুঙ্গে? ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে দেশের অর্থনীতি যথেষ্ট ভাবে ধাক্কা খেয়েছিল। দেশের ব্যবসা-বাণিজ্য যথেষ্ট ক্ষতির সম্মুখীন হয়েছিল। কিন্তু সম্প্রতি উৎসবের মরসুমে দেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। অনলাইনে খুচরো পণ্যের চাহিদা বৃদ্ধি ও পণ্য ক্রয়ের পরিমান বৃদ্ধি থেকে অনুমান করা হচ্ছে যে, দেশের অর্থনীতি আবার জেগে উঠতে শুরু করেছে। লকডাউনে দেশের অর্থনীতি ও বাজার যে ধাক্কা খেয়েছিল, তা সামলে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে বলে, মনে করছেন বিশেষজ্ঞরা।

রেডসিয়ার গত অক্টোবর মাসে এ বিষয়ে সমীক্ষা চালায়। সে সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, অ্যামাজন, ওয়ালমার্ট, ফ্লিপকার্টের ক্ষুদ্র ব্যবসা গত বছর যা ছিল, তার চেয়ে সম্প্রতি ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ব্লুমবার্গের প্রকাশিত তথ্য থেকে দেখা যাচ্ছে যে, দেশে নতুন গাড়ি কেনার চাহিদা বৃদ্ধি পেয়েছে। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের বৃদ্ধিও ঘটেছে ব্যাপকভাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে, লকডাউনের কারণে গত এপ্রিল থেকে জুন মাসে ব্যবসা বাণিজ্য অনেকটাই মার খেয়েছিল। করোনার সংক্রমণ, লকডাউন, অর্থনৈতিক লোকসান, কর্মহীনতা ইত্যাদির ফলে ২৪ % সংকোচন হয়েছিল। যা একটি খারাপ বার্ষিক সংকোচনের ইঙ্গিত দিয়েছিল। সম্প্রতি, তা কাটিয়ে উঠতে পেরেছে। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ের এইচএসবিসি হোল্ডিংস পিএলসির প্রধান অর্থনীতিবীদ প্রাণজুল ভাণ্ডারি জানালেন, ” অর্থনৈতিক উন্নয়নের সুস্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। মাসিক বিক্রয় করের আয় ১ ট্রিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। উত্‍পাদন সূচকগুলিও বৃদ্ধি পাচ্ছে। লগ্নির ফলে বেশ কিছু শিল্প ফের ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে। ”

এদিকে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের মূলধনী ও শিল্প খাতে ব্যয়ের জন্য অতিরিক্ত ১০ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন। আত্মনির্ভর ভারত অভিযান এর আওতাভুক্ত যে আর্থিক প্যাকেজ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তা জিডিপির ১৫ %। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন যে, কয়েকদিনের পরিসংখ্যানের উন্নতি দেখে বোঝা যাচ্ছে যে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। পরিসংখ্যানের উন্নতি শুধুমাত্র চাহিদা বৃদ্ধির লক্ষন নয়, যা দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটা প্রমাণ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!