এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতিতে এবার এগিয়ে এলেন রাজ্যপাল স্বয়ং, সরাসরি পৌঁছে গেলেন নবান্নে

ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতিতে এবার এগিয়ে এলেন রাজ্যপাল স্বয়ং, সরাসরি পৌঁছে গেলেন নবান্নে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ঘূর্ণিঝড় মোকাবিলায় এবার স্বয়ং এগিয়ে এলেন রাজ্যপাল। রাজ্য সরকারের প্রস্তুতির খোঁজখবর নিতে পৌঁছে গেলেন তিনি নবান্নে। সেখানে গিয়ে ১৪ মিনিট তিনি ছিলেন নবান্নের কন্ট্রোলরুমে। কন্ট্রোল রুম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন তিনি। ঝড়ের মোকাবিলায় সরকার কতটা প্রস্তুত? এ বিষয়ে খোঁজখবর নিতে নবান্নে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর গতকাল বিকেলে।

ঝড় এর পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপাল কথা বলেছেন। গতকাল রাজ্যপাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যেভাবে সমন্বয় রেখে কাজ করে চলেছে, তা প্রশংসার যোগ্য। আম্ফানের মতো পরিস্থিতি তৈরি হউক, এমনটা কেউ ই চান না। এজন্য বায়ুসেনা প্রস্তুত রয়েছে। বিশাখাপত্তনম থেকে বাড়তি নৌসেনা আনা হয়েছে। সমস্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যকে সমন্বয় রেখে কাজ করতে হবে বলে, জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নবান্ন থেকে ফেরার পর গতকাল টুইট করে রাজ্যপাল জানিয়েছেন যে, ঝড়ের মোকাবিলায় সরকার কতটা প্রস্তুত? সে বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। রাজ্যপাল টুইট করে জানিয়েছেন যে, আজ সন্ধে ছটার সময় তিনি নবান্নের কন্ট্রোল রুমে থাকতে চলেছেন। প্রসঙ্গত, গতকাল রাজ্যপাল যেভাবে নবান্নে পৌছলেন, তা দেখে অনেকেই চমৎকৃত হয়েছেন। ইতিপূর্বে কোন রাজ্যপালকেই কখনো নবান্নতে যেতে সেভাবে দেখা যায়নি।

গত ২০১৩ সালে রাজ্যপাল এম কে নারায়ণন নবান্নের উদ্বোধনের দিন শুধু সেখানে গিয়েছিলেন। এরপর থেকে আর কোনোদিন কোনো রাজ্যপালকেই নবান্নে যেতে দেখা যায় যায়নি। সেখানে গতকাল রাজ্যপালের এই নবান্ন যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন একাধিক মানুষ।
ঝড় এর পরিস্থিতি মোকাবিলায় রাজ্যপালের এগিয়ে আসাকে তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহলের দাবি।

ইতিপূর্বেও বেশ কিছু বিষয়ে রাজ্যপাল নিজের উদ্যোগে এগিয়ে এসেছেন। গত কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্ত মানুষের খোঁজ নিতে রাজ্যপাল নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। দুর্দশাগ্রস্থ মানুষের সঙ্গে তিনি কথা বলেছিলেন। রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আর্জি জানিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রীর কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!