এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ঠিক কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান? কতটা ক্ষতি হবে বাংলার? জেনে নিন সর্বশেষ রিপোর্ট

ঠিক কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান? কতটা ক্ষতি হবে বাংলার? জেনে নিন সর্বশেষ রিপোর্ট


প্রকৃতির রুষ্ট ভাব এই বছরে যেন তারিয়ে তারিয়ে প্রত্যক্ষ করছে গোটা বিশ্ব। এমনিতেই করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত সকলে। যার থেকে বাদ নেই পশ্চিমবঙ্গও। আর এবার ঘূর্ণিঝড় আমফানের দাপটে বাংলার অবস্থা কি হবে, তা নিয়ে শঙ্কায় রয়েছেন সকলে।

সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আমফান তৈরি হয়েছে‌। যার অভিমুখ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দিকে। জানা যাচ্ছে, আগামী 20 মে ভোরে এই ঝড় স্থলভূমিতে প্রবেশ করবে। আর তার প্রভাবেই আগামী মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

ইতিমধ্যেই একদিকে করোনা ভাইরাস আটকাতে যেমন সচেতনতা এবং প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে এই রাজ্যে, ঠিক তেমনই এই ঘূর্ণিঝড় আশার আভাস পেয়ে ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে প্রশাসনের তরফে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্তাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠক করেছেন। কিন্তু ঠিক কোনদিকে ঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবহাওয়াবিদরা বলছেন, দীঘা এবং মন্দারমনির কাছাকাছি আছড়ে পড়তে পারে এই ঝড়। তবে পশ্চিমবঙ্গের তা আছড়ে পড়ার আশঙ্কা 70 শতাংশ। ফলে সেদিক থেকে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে এই ঝড় আছড়ে পড়বে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। তবে প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে যে বেশি সতর্কতা পদক্ষেপ নেওয়া উচিত, সেই ব্যাপারে আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অনেকে আবার বলছেন, পশ্চিমবঙ্গে এই ঝড় আছড়ে পড়া 70% সম্ভাবনা থাকলেও, 30% সম্ভাবনা রয়েছে ওড়িশায় এই ঝড় চলে যাওয়ার। ফলে সেদিক থেকে যদি ওড়িশায় এই আমফান চলে যায়, তাহলে রাজ্যের কতটা ক্ষতি হবে না। কিন্তু প্রকৃতির কথা বলা যাবে না। তাই প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে।

এদিন এই প্রসঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের এক বিজ্ঞানী বলেন, “ঘূর্ণিঝড় ওড়িশায় গেলে বাংলা রেহাই পাবে। কিন্তু সোজাসুজি আছড়ে পড়লে বুলবুলের মত পরিস্থিতি হতে পারে।” বস্তুত, এর আগে বুলবুল ঝড় গোটা বাংলাকে বিপর্যস্ত করে দিয়েছিল। সেদিক থেকে ওড়িশায় যদি এই ঝড় চলে যায়, তাহলে বাংলা হয়ত বা রেহাই পেয়ে যাবে।

কিন্তু যদি না যায়, তাহলে বাংলার পরিস্থিতির সংকটজনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন প্রকৃতির এই তান্ডব লীলা আটকানোর জন্য সচেতনতা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়াই একমাত্র উপায়। ফলে সেই উপায় অবলম্বন করে আমফানকে কতটা রোখা যায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!