এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উমপুন হয়ে উঠতে পারে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! প্রবল ক্ষতির মুখে পড়তে পারে বাংলা! বাড়ছে আশঙ্কা

উমপুন হয়ে উঠতে পারে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়! প্রবল ক্ষতির মুখে পড়তে পারে বাংলা! বাড়ছে আশঙ্কা


এমনিতেই করোনায় রক্ষা নেই। তার ওপর এবার পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পূর্বাভাস রীতিমত আতঙ্কিত করে দিচ্ছে গোটা রাজ্যবাসীকে। সূত্রের খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়ার পর উমপুন নামে এক শক্তিশালী ঘূর্ণিঝড় এবার পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে। রবিবার বিকেলে তা দীঘা থেকে 1130 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। সোমবার সকালের মধ্যেই তা শক্তি বৃদ্ধি করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে এই ঘূর্ণিঝড় সবথেকে বেশি আঘাত করবে আগামী কুড়ি মে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী 20 মে বিকেল এবং সন্ধের সময় দীঘা হয়ে তা বাংলাদেশে চলে যাওয়ার সময় পশ্চিমবঙ্গে ব্যাপক তাণ্ডব চালিয়ে যাবে। আর করোনা ভয়াবহতার মধ্যে উমপুন নামক নয়া ঘূর্ণিঝড় নিয়ে এখন ঘুম উড়েছে রাজ্য প্রশাসনের। ইতিমধ্যেই সমস্ত জায়গায় মৎস্যজীবীদের সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি উপকূলবর্তী জেলার জেলাশাসকদের পরিস্থিতির ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, রাজ্য সরকারের সদরদপ্তর নবান্নে বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যান, তার জন্য জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। শুধু তাই নয়, নদী বাঁধগুলো দ্রুত মেরামতের কাজ করা হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, যদি সত্যি সত্যিই এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আছড়ে পড়ে, তাহলে ভয়ঙ্কর তাণ্ডবলীলা চালিয়ে যেতে পারে। ফলে রাজ্য প্রশাসনের তরফ থেকে এখন সর্তকতা নিয়ে উপকূলবর্তী এলাকায় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রকৃতিকে আটকানোর মত ক্ষমতা কারোর নেই। কিন্তু যতটা সম্ভব আগে থেকে প্রস্তুতি নেওয়া যায়, তার চেষ্টা করছে প্রশাসন। এখন গোটা পরিস্থিতি কোন দিকে এগোয়, প্রশাসনের বাড়তি পদক্ষেপ সত্ত্বেও প্রকৃতির রুদ্ররূপ বর্ষিত হয়, নাকি তা বাঁক নিয়ে চলে যায় বাংলাদেশে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!