এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সরকারী বার্তা দিয়ে এলেন তৃণমূল সাংসদ

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সরকারী বার্তা দিয়ে এলেন তৃণমূল সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যে হয়ে গেছে ভয়াবহ ঘূর্ণিঝড় ইয়াস। রাজ্যের উপকূল অঞ্চলগুলি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বলে চিহ্নিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল। এমনকি রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র দীঘা এবং শংকরপুর রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছে। তারপর বিভিন্ন এলাকায় ভেঙে পড়েছে একের পর এক বাঁধ। জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। পরিস্থিতি সামাল দিতে ত্রাণশিবিরে নিয়ে আসা হয়েছে মানুষজনকে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচীর ঘোষণা করেছেন।

আর মুখ্যমন্ত্রীর বার্তাকেই সঙ্গী করে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে গেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আজ পাথরপ্রতিমা পরিদর্শনে যান অভিষেক। জলপথে গোটা এলাকা ঘুরে তিনি ত্রাণ শিবিরে থাকা দুর্গতদের সঙ্গে দেখা করেন। দেবীচকের ত্রাণশিবিরেও পৌঁছান আজকে অভিষেক। সেখানে তাঁর সঙ্গে স্থানীয় বিধায়ক সহ দলের একাধিক নেতা নেত্রীরা ছিলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকারের নির্ধারিত প্যাকেজ অনুযায়ী দুর্গতরা ত্রাণ পাবেন। পাশাপাশি যাতে কোনরকম দুর্নীতি না হয় এবার ত্রাণ নিয়ে, তার জন্য মুখ্যমন্ত্রী এবার সরকারি আধিকারিকদের হাতে তুলে দিয়েছেন ‘দুয়ারে ত্রাণ’ কর্মসূচির দায়িত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যদি কারোর বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে 5000 টাকা এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলে 20000 টাকা আর্থিক সাহায্য পাবে রাজ্যের কাছ থেকে। এছাড়াও গবাদিপশু থেকে শুরু করে পানের বরজের ক্ষতি হলেও পাওয়া যাবে ক্ষতিপূরণ। পাশাপাশি মৎস্যজীবীরাও ক্ষতিপূরণ পাবেন বলে জানিয়েছেন সাংসদ। একইসাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, মানুষের পাশেই রয়েছে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পাথরপ্রতিমার বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন অভিষেক।

নিজের চোখেই  পরিদর্শন করেন সমস্ত কিছু। পাশাপাশি ত্রাণশিবিরে থাকা দুর্গতরা যাতে প্রত্যেকে খাবার, জল সহ প্রয়োজনীয় সামগ্রী পান সেদিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। এমনকি দুর্গতদের সঙ্গে নিজে কথা বলে খোঁজখবর নিয়েছেন। ইয়াসের প্রবল তাণ্ডবের পর যেভাবে মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন, দেখা যাচ্ছে সেই নির্দেশ পালন করে চলেছেন জনপ্রতিনিধিরা। সেই সূত্রেই আজকে ক্ষতিগ্রস্ত এলাকায় দেখা গেল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!