এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ঘূর্ণিঝড়ের আগে প্রস্তুতি তুঙ্গে, তৃণমূলকে টেক্কা দিতে নেতা কর্মীদের বড় বার্তা দিলীপের!

ঘূর্ণিঝড়ের আগে প্রস্তুতি তুঙ্গে, তৃণমূলকে টেক্কা দিতে নেতা কর্মীদের বড় বার্তা দিলীপের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে তারা ক্ষমতা দখল করতে পারেনি। তবে 77 টি আসন পেয়ে বিরোধীদলের জায়গা দখল করেছে। তাই প্রথম দিন থেকেই গঠনগত বিরোধী দলের ভূমিকা পালন করা হবে বলে জানিয়ে দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই বাড়তি সর্তকতা নিয়ে সমস্ত রকম প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে।

তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে “জনগণের পাহারাদার” হিসেবে তুলে ধরে রাজ্যবাসীর পাশে থাকার বার্তা দেওয়া হচ্ছে। তবে বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টির নেতা এবং বিধায়করা এই ভয়াবহ দুর্যোগ মানুষের পাশে কতটা থাকবে, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতা-কর্মীদের বড় বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপদগ্রস্ত সাধারণ মানুষের পাশে যাতে দলের নেতা-কর্মীরা দাড়ান, তার জন্য এখন থেকেই বার্তা দিতে দেখা যাচ্ছে তাকে। অর্থাৎ বিরোধী শক্তি হিসেবে রাজ্যের মানুষের পাশে যে ভারতীয় জনতা পার্টি সব সময় রয়েছেন, তা এই বার্তার মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার অথবা মঙ্গলবার এই ঘূর্ণিঝড় ভয়াবহ আকার ধারণ করতে পারে। যা রাজ্যের উপকূলবর্তি জেলাগুলোতে বিগত এক বছর আগে আম্ফানের মতই আছড়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে দলের নেতা-কর্মীরা যাতে মানুষের পাশে দাঁড়ান, তার জন্য সকলের কাছে আবেদন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “সব জায়গাতেই কার্যকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এমনিতেই ভোট-পরবর্তী হিংসার জন্য জেলায় জেলায় আমাদের ত্রাণ শিবির চলছে। এর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ হলে কর্মীদের সঙ্গে সাধারণ মানুষের পাশে সবাইকে থাকতে বলা হয়েছে। ত্রিপল, খাবার সহ জন্য প্রয়োজনীয় সামগ্রী বিলির প্রস্তুতি রাখা হচ্ছে।”

বিশ্লেষকরা বলছেন, বিজেপির রাজ্য সভাপতির এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভোটে তারা রাজ্যের ক্ষমতা দখল করতে না পারলেও, বিরোধীদলের জায়গা দখল করেছে। সেদিক থেকে বিজেপির যে সমস্ত প্রার্থীরা বিধায়ক হয়েছেন, তাদের পারফরম্যান্স করার এটাই উপযুক্ত সময়। তবে করোনা পরিস্থিতির সময় বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিদের এলাকায় দেখা যাচ্ছে না বলে এমনিতেই অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

তবে তৃণমূলের সেই অভিযোগ যাতে ঢোপে না টেকে, তার জন্য ভয়াবহ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়ার সাথে সাথেই সকল জনপ্রতিনিধি এবং কার্যকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় এবং ত্রাণশিবির করে মানুষের কাছে প্রয়োজনীয় খাদ্য পৌঁছে দেওয়া যায়, তার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন তিনি। অর্থাৎ দুর্যোগের পরবর্তী সময়ে কালে যাতে বিপদের সময় বিজেপির ভূমিকা নিয়ে কেউ কোনো প্রশ্ন করতে না পারে, তার জন্য আগেভাগেই দিলীপ ঘোষের এই ধরনের নির্দেশ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!