ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্যের পদক্ষেপ, মন্ত্রীদের বিরাট নির্দেশ দিলেন মমতা! রাজনীতি রাজ্য October 24, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যত সময় এগিয়ে আসছে, ততই দানার আতঙ্ক বাড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকার মানুষদের মধ্যে। মেদিনীপুর থেকে শুরু করে সাগর এলাকায় বাড়তি সতর্ক রাজ্য প্রশাসন। আর এই পরিস্থিতিতে নবান্নে যখন মুখ্যমন্ত্রী রাত জাগবেন বলে জানিয়ে দিয়েছেন, ঠিক তখনই জেলায় জেলায় মন্ত্রীদের উদ্দেশ্যেও বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই মন্ত্রীরা যাতে এলাকায় ফিরে যান, তার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “তোমরা যে যার এলাকায় ফিরে যাও। দুদিন খুব বৃষ্টি হবে। নিজের এলাকায় উদ্ধারকার্যে সাহায্য করবে, মানুষের পাশে থাকবে। কোনো প্রয়োজন হলে মুখ্যসচিবের সঙ্গে যোগাযোগ করবে। মানুষ যাতে ত্রান পায়, সেটা নিশ্চিত করতে হবে।” অর্থাৎ দুর্যোগের সময় যে বাইরে থাকা যাবে না, এলাকায় গিয়ে যে মানুষের পাশে থাকতে হবে, সেটা জনপ্রতিনিধিদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আপনার মতামত জানান -